পত্রিকা প্রতিনিধিঃ মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়ায় ফের প্রবেশ করল হাতির পাল। বুধবার সকালে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া সহ একাধিক এলাকায় হানা দেয় হাতির দল। পরে স্থানীয়দের তাড়া খেয়ে দলটি জঙ্গলে যায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, হাতি তাড়াতে পদক্ষেপ করছে না বন দফতর। বনকর্মীদের একাংশ জানাচ্ছেন, দিনের বেলায় হাতি তাড়াতে সমস্যা রয়েছে। তাই রাতের দিকেই হাতিগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।
ক্ষয়ক্ষতি যাতে না হয় সেই দিকটিও দেখা হচ্ছে। তবে এদিন ওই এলাকায় হাতির হানায় কিছু ফসলের ক্ষতি হয়েছে। মেদিনীপুরের এক বন আধিকারিক বলেন, ‘‘মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়ার এক জঙ্গলে হাতির একটি দল রয়েছে। দলটির গতিবিধির উপরে নজর রাখা হয়েছে। দলটিকে সরানোর সব রকম চেষ্টাও চলছে।’’
বন দফতরের আশ্বাস, ক্ষতিগ্রস্তদের নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। অতর্কিতে হাতির দলের হানায় এদিন একাধিক এলাকায় শোরগোলও পড়ে গিয়েছে।