প্রত্রিকা প্রতিনিধিঃ দীর্ঘ অপেক্ষার অবসান। শুক্রবার দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করে পাঁচ রাজ্যের ভোটের দিন জানিয়ে দিল কমিশন। এদিন ভোটের নির্ঘণ্ট বাজিয়ে কমিশন জানিয়ে দেয় যে পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ। ভোটের ফলপ্রকাশ ২ মে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে। ২৭ মার্চ ভোট হবে (পুরুলিয়া, বাঁকুড়া -১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর -১, পূর্ব মেদিনীপুর -১)। দ্বিতীয় দফা : ৩০ টি আসনে হবে। ১ এপ্রিল ভোট হবে। (বাঁকুড়া -২, পশ্চিম মেদিনীপুর – ২, পূর্ব মেদিনীপুর – ২, দক্ষিণ ২৪ পরগনা – ১)। তৃতীয় দফা : ৩১ টি আসনে হবে। ৬ এপ্রিল ভোট। চতুর্থ দফা : ৪৪ টি আসনে হবে। ১০ এপ্রিল ভোটগ্রহণ (হাওড়া -২, হুগলি – ২, দক্ষিণ ২৪ পরগনা – ৩, আলিপুরদুয়ার, কোচবিহার)। পঞ্চম দফা : ৪৫ টি আসনে হবে। ১৭ এপ্রিল ভোট (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি)। ষষ্ঠ দফা : ৪৩ টি আসনে হবে। ২২ এপ্রিল ভোট। (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , উত্তর দিনাজপুর)। সপ্তম দফা : ৩৬ টি আসনে ভোট। ২৬ এপ্রিল ভোট (মালদহ -১, মুর্শিদাবাদ -১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর)। অষ্টম দফা : ৩৫ টি আসনে ভোট। ভোট হবে ২৯ এপ্রিল (মালদহ -২, মুর্শিদাবাদ -২, কলকাতা উত্তর, বীরভূম)। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪ আসন, তামিলনাড়ুর ২৩৪ আসন, পুদুচেরির ৩০ আসন, কেরালায় ১৪০ ও অসমের ১২৬ আসনে হবে বিধানসভা নির্বাচন।
ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই এই পাঁচ রাজ্যে চালু হয়ে গেল ‘মডেল কোড অব কন্ডাক্ট’ বা ‘আদর্শ আচরণ বিধি’। বিভিন্ন ক্ষেত্রে আরোপ হবে বিবিধ বিধিনিষেধ। এরপর এই রাজ্যগুলিতে কেন্দ্র, রাজ্যের সরকার বা জেলা প্রশাসন প্রকল্পের ঘোষণা বা কাজে হাত দিতে পারবে। ভোট ঘোষণার আগেই এরাজ্যে হাজির হয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর অঞ্চলে রুট মার্চও শুরু করেছে তারা। নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান শুধু পশ্চিমবঙ্গেই নয়, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে বাকি চার রাজ্যেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্রের দাবি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। এমাসের শেষেই রাজ্যে পৌঁছে যাবে ১৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ইতিমধ্যেই রাজ্যে ৬,৪০০ বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তবে করোনার কারণে কিছু বিশেষ নির্বাচনী বিধি জারি করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। সশীরে মনোনয় জমা দিতে এলে প্রার্থীর সঙ্গে আসতে পারবেন শুধুমাত্র ২ জন। সর্বোচ্চ পাঁচ জন বাড়ি বাড়ি প্রচারে যেতে পারেন।এছাড়া সুনীল অরোরা বলেন, করোনা বিধি মেনে রোড শোয়ে বাধা নেই। সর্বোচ্চ পাঁচটি গাড়ি ব্যবহার করার অনুমতি দিয়েছে কমিশন। প্রচারের জন্য কোন মাঠ ফাঁকা থাকবে তার তালিকা তৈরির নির্দেশ নির্বাচন কমিশনারের।