Home » করোনা আবহে এগরায় জোরকদমে চলছে দুর্গা পূজোর প্রস্তুতি

করোনা আবহে এগরায় জোরকদমে চলছে দুর্গা পূজোর প্রস্তুতি

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং: করোনা মহামারীর উদ্বেগ এখনও কাটেনি।আর তার মধ্যেই শুরু হচ্ছে দুর্গাপুজোর প্রস্তুতি।শহরের একের পর এক গলিতে দুর্গামণ্ডপের বাঁশ বাধা শুরু করছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের পুজো উদ্যোক্তারা।পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা থেকে প্রতিমা তৈরীর শিল্পীদেরও এগরা শহরে নিয়ে এসেছেন ক্লাবের উদ্যোক্তারা। চলছে জোরকদমে প্রতিমা তৈরী।তবে বৃষ্টির হাত থেকে প্রতিমা বাঁচাতে মাথার উপর ত্রিপলের ছাউনি তৈরি করা হয়েছে ক্লাবগুলিতে। Egra Durgapujo, Durgapujo, Purba medinipur Durgapujo, Durgapujo 2020

আরো পড়ুন- আজকের পত্রিকা- ২০ অক্টোবর ২০২০, বাং- ৩ কার্ত্তিক ১৪২৭

করোনা আবহে এগরায় জোরকদমে চলছে দুর্গা পূজোর প্রস্তুতি

দৃশ্যটা এগরা শহরের প্রত্যেকটি এলাকার।এগরা নবরুপ ক্লাব,এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব,সম্প্রীতি ক্লাব,মিলনী ও এগরা দীঘামোড় সার্বজনীন দুর্গাপুজো সহ একাধিক ক্লাব প্রতিবারই মাটির সাজের প্রতিমার কারুকার্য এবং বিসর্জন দর্শনার্থীদের কাছে আকর্ষণ করে থাকে। তবে শহরের মেন রাস্তার পাশে পূজো হওয়ার জন্য এগরা শহরের বিভিন্ন পূজোমন্ডপে প্রতিমা দর্শনও দর্শনার্থীদের ভিড়ও হয়।কিন্তু এবছর করোনা পরিস্থিতির জন্য পুজোর ভাবনা চিন্তাতেও অনেক পরিবর্তন আনতে হয়েছে ক্লাবের উদ্যোগক্তাদের।তবে ইতিমধ্যে এগরা শহরে প্রায় শতাধিক জন করোনা আক্রান্তের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবুও দুর্গাপুজোর আনন্দ থেকে এগরা শহরের বাসিন্দারা কোনোভাবেই বঞ্চিত হতে চাননা।

এগরা শহরের দুর্গাপুজোর উদ্যোক্তা বলেন,এ রাজ‍্যে ক‍রোনার প্রভাব পড়তেই রাজ‍্যের অন্যান্য জেলার থেকেও আগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে করোনা আক্রান্ত রোগীর প্রথম খোঁজ পাওয়া যায়।তাই করোনা পরিস্থিতিতে পুজোর বাজেটে অনেক কাঁটছাঁট করে এগরা শহরের মণ্ডপে দুর্গাপূজোর প্রস্তুতি শুরু করেছে।তবে প্যাণ্ডেল, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, ভোগ খাওয়ানো থেকে বিসর্জন সমস্ত কিছু থেকেই বড় মাপের খরচ বাদ দিতে হয়েছে। কেবলমাত্র প্রতিমার উপর আমাদের প্রতিবারের মতো এ বারও নজর দিতে হয়েছে।তাছাড়া শহরের দুর্গাপুজো কমিটিগুলি ইতিমধ্যেই সমাজমাধ্যমে জানিয়েছেন করোনা পরিস্থিতির মধ্যেও পুজোর প্রস্তুতির কথা। 

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.