পত্রিকা প্রতিনিধি: দেশের সঙ্গে পাল্লা দিয়ে এ রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।একের পর এক ট্রেনে-বাসে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা।কিন্তু আক্রান্তের সংখ্যার অধিকাংশই বাইরের রাজ্য থেকে আসা শ্রমিক।বিশেষ করে মহারাষ্ট্র, দিল্লি থেকে রাজ্যে ফেরা শ্রমিকদের দেহেই পাওয়া গিয়েছে করোনার জীবাণু ।
নতুন করে বহু জেলায় করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে।রেড জোনের জেলা পূর্ব মেদিনীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ। এবার পরিযায়ী শ্রমিকদের হাত ধরে নতুন করে ছড়াল সংক্রমণ। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে,দিল্লি থেকে ফিরে আসা এগরা ২ ব্লকের খেজুরদা গ্ৰামের এক যুবকের লালারসের নমুনা পরীক্ষার ফল মঙ্গলবার পজিটিভ এসেছে।এরপর এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ওই যুবককে পাঁশকুড়া করোনা হাসপাতালে পাঠিয়েছে।
এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হল ১৭৫ ।এরমধ্যে ৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন।১২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।কোমর্বিডিটিতে মৃত্যু হয়েছে ১ জনের।জেলায় পরিযায়ী শ্রমিক এসেছেন ১৪ হাজারের বেশি।তাছাড়া এই মূহুর্তে জেলার কনটেইনমেন্ট জোন আছে তিনটি।