HS marksheet
আরও পড়ুন ঃ–পূর্ব মেদিনীপুরে কৃষি আধিকারিককে মারধরের অভিযোগ , গ্ৰেফতার মন্ত্রীর ভাগ্নে পরিচয় দেওয়া যুবক
পত্রিকা প্রতিনিধি: উচ্চমাধ্যমিকের মার্কশিট সংগ্রহের সময় শহরের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সামনে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অসন্তোষ, হই হট্টগোল, ক্ষোভ- বিক্ষোভের চিত্র দেখা গেল শুক্রবার। এদিন শহরের সার্কিট হাউসের সামনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিস থেকে উচ্চমাধ্যমিকের মাছের দেওয়া হচ্ছিল । স্কুলগুলি থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রতিনিধিরা সকাল থেকে কাউন্সিল অফিসের সামনে ভিড় জমান। আগে আসার ভিত্তিতে শিক্ষকদের কুপন দেওয়া হয়।
সকাল ১০ টার পর থেকে মার্কশিট বিতরণ শুরু হয় । পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার স্কুলগুলি মার্কশিট নিতে আসে । কোভিড বিধি উড়িয়ে অফিসের সামনে ভিড় করে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুপুর ১২ টা পর্যন্ত। ঠিকঠাকই চলছিল , কিন্তু মার্কশিট দেওয়ার প্রক্রিয়াটা ধীরে হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে শিক্ষক – শিক্ষিকাদের মধ্যে । বিকেল ৪ টার পরও সমস্ত মার্কশিট দেওয়া সম্ভব হয়নি । ফলে অনেকেই তখনো ঠায় দাঁড়িয়ে থাকেন । তাঁদের বক্তব্য মার্কশিট সংগ্রহ করে দূরদূরান্তের স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের মার্কশিট দিতে হবে । স্বাভাবিকভাবেই তাঁরা ক্ষুব্ধ হয়ে কাউন্সিল অফিসের সামনে বিক্ষোভ দেখান । পরিস্থিতি সামলাতে পুলিশকে আসতে হয় । যদিও সমস্ত মার্কশিট বিতরণ করতে সন্ধ্যা হয়ে যায় ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
HS marksheet in Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore