পত্রিকা প্রতিনিধি :পূর্ব মেদিনীপুরে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গত কয়েকদিনে আমরা মূলত দেখেছি এগরার ওই ডাক্তার বাবুর বাড়িতে বিয়েকে কেন্দ্র করে শুরু । অপরদিকে কাঁথিতে ওই বলিয়ার পুরের পুরোহিত আক্রান্ত হলেন । কয়েকদিন মধ্যে কাঁথির ওই পুরোহিত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শোনা গেছে। দিন যত পেরিয়েছে অনেকেই আক্রান্ত হয়েছেন অনেকেই সুস্থ হয়েছেন । দিন যতই কাটছে পরিজায়ী শ্রমিকদের আগমন শুরু হয়েছে ,এরই মাঝে একদিনে চারজন আক্রান্ত খবর পাওয়া গেল । জানা গেছে এগরা এক নম্বর ব্লকের ছত্রি ও ওই পঞ্চায়েতের ঊষা গ্রামের বাসিন্দা দুই জন যারা কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকতেন। তারা গত শনিবার বাড়ি ফিরেছিলেন । এরপর স্থানীয় স্বাস্থ্য দপ্তরের লোকেরা তাদের লালারস সংগ্রহ করলে রিপোর্ট পজেটিভ আছে । ওই দুজন আক্রান্তকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা পাঁশকুড়া বড়মা হাসপাতালে নিয়ে যান । স্বাস্থ্য দপ্তর তাদের পরিবারের লোকজনদের চন্ডিপুর হাসপাতালে পাঠিয়েছেন । এগরা দু নম্বর ব্লকের তেতুলিয়াগিরি ও উত্তর তাজপুর এলাকায় একইভাবে মহারাষ্ট্র থেকে দুজন পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরেন । তাদেরও লালা রস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসা করার জন্য তাদেরও বড়মা হাসপাতাল পাঠানো হয়েছে । এদিকে কাঁথি শহর এলাকায় গত কাল এক বৃদ্ধা আক্রান্ত হন। সবমিলিয়ে এলাকায় মানুষজন খুবই চিন্তিত।
0