Duronto Express suddenly stopped! Smoke started coming out, passengers panicked. Stayed at Bhogpur railway station for about four hours.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাওড়া থেকে ব্যাঙ্গালোর গামি SMVB হাওড়া -বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি। ভোগপুর রেলস্টেশনে প্রায় চার ঘন্টা দাঁড়িয়ে থাকল দুরন্ত এক্সপ্রেস। নাজেহাল যাত্রীরা। মূলত S2 এবং S3 কামরার মাঝে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যায় ট্রেনটি । যান্ত্রিক গন্ডগোলের জেরে শনিবার বেলা ১২ টা থেকে পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনে আটকে পড়ে দুরন্ত এক্সপ্রেস।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সকাল ১০.৫০ মিনিট নাগাদ হাওড়া থেকে ছাড়ে ট্রেনটি। কিন্তু বেলা ১২ টা নাগাদ এস-৩ কামরার কাছে ট্রেনের চাকা ব্রেক ডাউন সম্পর্কিত সমস্যার কারণ দেখা দেয়। ওই কামরায় থাকা যাত্রীরা জানান,’ কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে শুরু হয়। কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। যান্ত্রিক সমস্যা সম্পর্কিত ত্রুটি জানতে পেরে ট্রেন থামিয়ে দেন চালক। সমস্যায় পড়তে হয় যাত্রীদের। দুপুর ২ টো নাগাদ ট্রেনের কামরা সরানো হয়।
Duronto Express
আরও পড়ুন : ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে পশ্চিম মেদিনীপুরের আরভি
এস ৩ কামরাটি সরিয়ে অন্য নতুন কামরা সংযোগের ব্যবস্থা করা হয় রেলের পক্ষ থেকে । প্রায় ৪ ঘন্টা পর ট্রেনটি পুনরায় তাঁর গন্তব্যের দিকে এগিয়ে যায়। তবে যাত্রীদের অনেকেরই বেঙ্গালুরু চিকিৎসার জন্য যাচ্ছেন ওই এক্সপ্রেসে। অ্যাপয়নমেন্টের সময়সীমা ছিল সীমিত তাদের কাছে। নির্দিষ্ট সময়ে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ দানা বেঁধেছে। গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে চরম সংকটের সম্মুখীন হতে হবে বলেই জানিয়েছেন যাত্রীরা।
আরও পড়ুন : বিয়েবাড়ির খাবার খেয়ে বিপত্তি! অসুস্থ ৩ শিশু সহ শতাধিক
আরও পড়ুন : লোন পরিশোধে ব্যর্থ! ঘাটালে খোলা আকাশের নীচেই নিশিযাপন পরিবারের সদস্যদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
International Book of Records
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper