Home » আজ মহাষষ্ঠী, দেবীর আবাহন ,করোনা কেড়ে নিয়েছে বাঙালির আবেগ ,তবুও উচ্ছ্বাস

আজ মহাষষ্ঠী, দেবীর আবাহন ,করোনা কেড়ে নিয়েছে বাঙালির আবেগ ,তবুও উচ্ছ্বাস

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: আজ মহাষষ্ঠী প্রথা মেনে বেল স্বস্তির পুজোর মধ্যে দেবী দুর্গার আবাহনেই ব্রতী হবেন আপামর বাঙালি। করোনা অতিমারির কারণে সংক্রমণ ঠেকাতে উৎসবপ্রিয় বাঙালি এবারের পুজোয় অনেকটাই সচেতন সরকারি নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে সকলে উৎসবে মাতবেন। বুধবার মহা পঞ্চমীতে শহরের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন হয় বাকি পুজোর উদ্বোধন হবে আজ ষষ্ঠীর দিন। মহা পঞ্চমীতে বিভিন্ন পূজামণ্ডপে যে চেনা ভিড় বিগত বছরগুলিতে দেখা গিয়েছিল এবার সেই ভিড় এক্কেবারে ফিকে। কারণটা অবশ্যই করোনা অতিমারি একদিকে করানো সংক্রমণের গভীর উদ্বেগ অপরদিকে উৎসবপ্রিয় বাঙালির প্রাণের উৎসব শারদ উৎসবের আনন্দঘন সময়ের হাতছানি এই বিপরীতে দুই দোলাচলের মধ্যেই পুজোর দিনগুলির জন্যে প্রহর গুনছেন আপামর বাঙালি । Durgapuja, Durgapuja, Durgapuja, mahasasthi

আরো পড়ুন- দীঘার হোটেলে নিজের গলার নলি কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা পিংলার এক ছাত্রের

শান্তি নগর সার্বজনীন দুর্গাপুজো


ইতিমধ্যেই আদালতের রায়ে সকলের মুখে মুখে ছড়িয়ে গিয়েছে। মণ্ডপের ভেতরে প্রবেশের না সাধারণ দর্শনার্থীদের। পুজোর দিনগুলিকে কীভাবে কাটাবেন সেসব নিয়ে সকলে দ্বিধায় রয়েছে।মণ্ডপের ভেতরে প্রবেশ করতে না পারলেও মণ্ডপের মাঠে বা কাছাকাছি আড্ডা দেবেন বলে মনস্থির করে রেখেছেন অনেকে। কেউ আবার ভিড় এড়াতে পুজোর কটা দিন ধরে বসেই প্রিয়জনদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাবে।অন্যান্য বছরের মতো পুজোয় মারতে পারবেন না এই ভেবে সিংহভাগ বাঙালির মন বিষণ্ন । আবার করোনা অতিমারির কথা মাথায় রেখে তারও সচেতন সাবধানও ।নিষেধ উড়িয়ে ভিড়ে যেতে চাইছেন না কেউই বুধবার মহা পঞ্চমীতে বিধাননগর (পূর্ব) সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন হয় । স্বাস্থ্যবিধি মেনে অল্পসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে পুজোর উদ্বোধন হয় তবে আজ বৃহস্পতিবারও পুজোর উদ্বোধন হবে এদিন বাসস্ট্যান্ড সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল এই পুজোর উদ্বোধন ঘিরে উদ্যোক্তা ও বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে এর আগে দেখা গিয়েছে দর্শনার্থীদের ঢল দেখে চতুর্থী পঞ্চমীতে সিংহভাগ পুজোর উদ্বোধন হয়ে যেত ।চতুর্থীর দিন থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামত দল বেঁধে মণ্ডপে আড্ডা মারা মণ্ডপের সামনে অস্থায়ী খাবারের দোকানে রকমারি খাবার খাওয়ার সেলফি তোলার হিড়িকে সবই ছিল অত্যন্ত চেনা ছবি। করোনা অতিভারী এক লহমায় উৎসবপ্রিয় বাঙালির সমস্ত আবেগ আনন্দ পরিকল্পনা সব কেড়ে নিয়েছে বাঙালির একটাই প্রার্থনা পুজোয় না মারতে পারলেও পৃথিবী থেকে যেন দ্রুত করোণা অতিমারি বিদায় নেয় রাত পোহালেই মহাসপ্তমীর পূজা শুরু হবে। মণ্ডপে নিয়ম মেনেই পুজোর কেনা হবে আর বাঙালির চোখ থাকবে টিভিতে ভার্চুয়াল বা সোশ্যাল সাইটে পুজো লাইভে। এ বছর এভাবেই সাবধানে কাটুক- চাইছেন আপামর বাঙালি ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.