ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পলিথিনের সর্বনাশ, কাগজের ঠোঙার পৌষ মাস।পলিথিন নিষিদ্ধ হওয়ায় বিক্রি বাড়ছে কাগজের ঠোঙার। মুখে হাসি ফিরেছে ঠোঙা তৈরির কারিগরদের।রাজ্য জুড়ে শুরু হয়েছে পলিথিন নিধন কর্মসূচি। ৭৫ মাইক্রোনের নিচে পলিথিন ব্যবহার করা আইনত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পলিথিন ব্যবহার বন্ধে হাটে,বাজারে, দোকানগুলিতে প্রচার চালিয়েছে সরকারি দফতর। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ক্রেতা থেকে বিক্রেতার জরিমানাও করা হচ্ছে। অভিযানের ফলে এখন পলিথিন ব্যবহার বেশ কিছুটা কমেছে বলে দাবি প্রশাসনের। এরই জেরে বেড়েছে কাগজের ঠোঙার। ঠোঙা তৈরির কারিগরদের দাবি দীর্ঘদিন ধরে তারা এই কাজের সঙ্গে যুক্ত কিন্তু পলিপেপার এসে তাদের এই পেশার বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল।
চাহিদা কমে গিয়েছিল কাগজের ঠোঙার। ফলে চরম আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছিলেন ঠোঙা তৈরীর কারিগররা।সরকারিভাবে পলিথিন নিষিদ্ধ হওয়ায় আবার চাহিদা বেড়েছে কাগজের তৈরি ঠোঙার।দিনরাত এক করে ঠোঙা তৈরি করে এখন সংসারের সুখের মুখ দেখছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার,ঘাটাল, চন্দ্রকোনার কারিগররা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Polythene Banned
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore