Jhargram news
পত্রিকা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় যশ(Yass)-এর পর আচমকাই বুধবার থেকে একটানা প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন নদীতে(River) জল বাড়ছে । ফলে নদীর জল চাষের জমিতে ঢুকে পড়েছে। আর যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা ।সেই সঙ্গে ঝাড়গ্রামের(Jhargram) জামবনি ব্লক এর মধ্যস্থল দিয়ে বয়ে যাওয়া ডুলুং(Dulung )নদীতে(River) জল বাড়তে শুরু করেছে ।তাই জামবনি(Jamboni) ব্লকের চিল্কিগড় (Chilkigarh)এলাকায় ডুলং নদীর উপর থাকা রাস্তার উপর দিয়ে প্রবল স্রোতে জল বইতে শুরু করেছে। যার ফলে গিধনীর সাথে ঝাড়গ্রাম(Jhargram) শহরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে চিল্কিগড় যাওয়ার রাস্তার উপর দিয়ে সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এই ডুলুং(Dulung) নদীতে(River) জল বাড়ায় বেশকিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে গোটা ঝাড়্গ্রাম জেলা জুড়ে বিদ্যুৎ হীন হয়ে পড়ে। ঝাড়গ্রাম(Jhargram) এর বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টির ফলে ডুলুং(Dulung) নদী সংলগ্ন গ্রামগুলির প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার মধ্যে থাকা তারাফেনী নদীতে ও জল বাড়ছে। জল বাড়ছে কোয়ারি খালেও। যার ফলে চরম ভোগান্তির আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore