পত্রিকা প্রতিনিধি: টানা কয়েক দিনের বৃষ্টিতে খালটি জলে টইটুম্বুর । খালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সাঁতরে যাওয়ার শখ জেগেছে । আর তাতেই ঘটেছে বিপত্তি । খালের জলে সাঁতরে পারাপার হতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক । বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা গ্রামে । Medinipur Sadar, Medinipur Sadar
আরও পড়ুন- আর.টি.পি.সি.আর ও অ্যন্টিজেন রিপোর্টে মেদিনীপুর শহর সহ সদর ব্লকে ফের কোভিড আক্রান্ত ৩৪ জন
ওই গ্রামের প্রান্তে রয়েছে খেরার বাঁধ । সেখানেই জলে তলিয়ে মারা গেলেন পাশের গ্রাম সিজুয়ার বাসিন্দা শংকর মাঝি (৪৫) । শংকর খুব একটা সাঁতার ভালো জানতেন না । বৃহস্পতিবার বিকেলে তাকে খালে নামতে দেখেন ওই এলাকার কয়েকজন বাসিন্দা । সাঁতরে খালের এপ্রান্ত থেকে ঐ প্রান্তে যাওয়ার চেষ্টা করেন । খালের মাঝামাঝি গেলে তিনি তলিয়ে যান । বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করলেও শঙ্করের দেহ পাওয়া যায়নি । বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গুড়গুড়িপাল থানার পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ শেষ পর্যন্ত সিভিল ডিফেন্সে খবর দেয়।শুক্রবার সকাল থেকে বেলা দশটা পর্যন্ত স্পিডবোটে করে তল্লাশির পর মৃতদেহ উদ্ধার করেন সিভিল ডিফেন্সের কর্মীরা ।স্থানীয় মানুষের দাবি মদ্যপ অবস্থায় থাকার কারণেই জলে ডুবে মৃত্যু হয়েছে শঙ্করের ।এদিন সকাল থেকেই তাঁর দেহ উদ্ধারকে ঘিরে স্থানীয় মানুষের ভিড় জমে গিয়েছিল ওই এলাকা জুড়ে ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi