Home » Drinking Water Crisis : পানীয় জলের হাহাকার! চরম জলের সংকটে দাসপুরের একাধিক গ্রাম

Drinking Water Crisis : পানীয় জলের হাহাকার! চরম জলের সংকটে দাসপুরের একাধিক গ্রাম

by Biplabi Sabyasachi
0 comments

Drinking water crisis! Multiple villages of Daspur in extreme water crisis. The people of the area are getting angry as they are not getting water in the midst of intense heat.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গ্রীষ্মের দাবদাহে মাঝে পানীয় জলের সংকট। চরম ভোগান্তিতে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। গ্রামের বাসিন্দাদের কাতর আকুতি একটু পানীয়জলের। প্রায় আট মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের একাধিক গ্রামের বাসিন্দারা পড়েছেন পানীয় জলের চরম সমস্যায়। শুধু গ্রামবাসী নয় সমস্যায় রাজ্যসড়কের ধারে থাকা দোকানদারেরাও। তীব্র দাবদাহের মাঝে জল না পেয়ে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন।

আরও পড়ুন :- গড়বেতার গণগণিতে মাওবাদী পোস্টার সাঁটানোর অভিযোগে পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ৫

Drinking Water Crisis
নিজস্ব চিত্র

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের দাসপুর ১ গ্রাম পঞ্চায়েতের মামুদপুর,বৈকন্ঠপুর,রসুলপুর, সহ একাধিক গ্রামের বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় নয় মাস আগে ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়। সেই সময় গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে পানীয় সরবরাহ করার জন্য জলের পাইপ লাইন কেটে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন :- স্কুলের শ্রেণিকক্ষে তালা! মেদিনীপুরে বারান্দায় পরীক্ষা দিল পড়ুয়ারা, বিক্ষোভ

Drinking Water Crisis

Drinking Water Crisis
নিজস্ব চিত্র

আর সেই পাইপ লাইন কেটে দেওয়ার ফলে জল-সরবরাহ পুরোপুরি বন্ধ।জল সরবরাহ বন্ধের ফলেই চরম সমস্যায় পড়েছে একাধিক গ্রামের মানুষজন। দূর-দূরান্ত থেকে অপরের বাড়ি থেকে পানীয় জল এনে ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীকে।বারবার প্রশাসনিক দপ্তরে আবেদন জানিয়ে পানীয় জলের সুব্যবস্থা না হওয়ায় চরম ক্ষোভের মুখে তারা।

Drinking Water Crisis
নিজস্ব চিত্র

যদিও এ বিষয়ে দাসপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক বলেন, ‘ সমস্ত দপ্তরের সাথে কথা হয়েছে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। যদিও এ বিষয়ে p.h.e. দপ্তরে কর্মরত কর্মীদের সাথে যোগাযোগ করা হলেও তারাও বলেন বিষয়টি বারবার জানিয়েছেন। দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে।’ আর এলাকার মানুষজনদের দাবি মাসের-পর-মাস তারা আবেদন করলেও এখনো পানীয় জলের ব্যবস্থা হয়নি এখন দেখার কবে পানীয় জল পায় এলাকার মানুষ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Drinking Water Crisis

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.