Corona infections
আরও পড়ুন ঃ–দীর্ঘ চেষ্টা বিফল, মেদিনীপুর থেকে হতাশায় দেশে ফিরল বাংলাদেশী দম্পতি
পত্রিকা প্রতিনিধিঃ করোনা ঝড়ে বাংলার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। রাজ্যের পাশাপাশি জেলায়ও রোজই বেড়ে চলেছে সংক্রমণ। শুক্রবারও তার ব্যতিক্রম ঘটল না। গত ৪৮ ঘন্টায় এই ৩ জেলায় আক্রান্তের সংখ্যা ৮৮৩ জন। যা নিয়ে মাথায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দপ্তরের। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে একদিনেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ১১০ জন , পূর্ব মেদিনীপুর জেলায় ৩৪৭ ও ঝাড়গ্রাম জেলায় ২২ জন বলে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে ৩ জেলার পুলিশ প্রশাসন করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্য বিভিন্ন ধরনের সচেতন প্রচার করছে। পাশাপাশি ওড়িশা , ঝাড়খণ্ড বর্ডার এলাকাতেও পুলিশের নাচা-চেকিং ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। বাইরের রাজ্য থেকে আগত মানুষদের স্বাস্থ্য বিধি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের ছুটি বাতিল করেছে প্রশাসন। এমনকী, প্রয়োজনের ছুটির দিনেও কাজ করতে হতে পারে তাঁদের, সম্প্রতি স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে এমনটাই। ভাইরাস মোকাবিলায় টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর ক’দিন আগে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি-কে অনুমোদন দেওয়া হয়েছে। এবার আরও এক ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিন পেতে চলেছে ভারত। চলতি বছরের অগাস্টের মধ্যেই দেশের হাতে মিলতে পারে হায়দরাবাদের বায়োলজিক্যাল ই ভ্যাকসিন। জানা যাচ্ছে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে। তৃতীয় ট্রায়ালের জন্য তৈরি হায়দরাবাদের বায়োলজিক্যাল ই ভ্যাকসিন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Corona infections
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore