Lockdown
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: করোনা মোকাবিলায় এরাজ্যে আগামী ৩ রা জানুয়ারি সোমবার থেকে আংশিক লকডাউন ঘোষণা হতেই দিঘার পর্যটকদের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য৷ আর এই পরিস্থিতিতে আতঙ্কে পর্যটকদের অধিকাংশ পর্যটক রাতেই তাদের বুকিং করা হোটেল ছেড়ে চলে যেতে চাইছেন৷ এদিকে ট্রেন না থাকায় সড়ক পথই ভরসা৷ অভিযোগ, মওকা বুঝে দাঁ মারতে হাজির হয়েছেন একাংশ অসাধু ব্যবসায়ী৷ ১৫০ টাকার ভাড়া হাঁকছেন ৩৫০ থেকে ৪০০ টাকা৷ তবে বাসের ভাড়া অতিরিক্ত নিলেও দীঘা থেকে নিজেদের বাড়ির ফেরার জন্য রবিবার সন্ধ্যায় উদ্যোগী হয়ে উঠেছে পর্যটকেরা।
আরও পড়ুন:- মেদিনীপুর আদালতের মালখানার ভিতরে বিষধর সাপ, উদ্ধার করলেন সর্পবন্ধু দেবরাজ
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর-১ জানুয়ারি ঝেঁপে দিঘায় গিয়েছেন পর্যটকরা। অনেকেই রবিবার ফিরেছেন, অনেকের পরিকল্পনা রয়েছে সোমবার ফেরার। অনেকে আবার রবিবার গিয়েছেন দু’দিনের ছুটি কাটাতে। কিন্তু সব প্ল্যান বানচাল করে আপাতত ঘরে ফিরছেন প্রত্যেকে।রাজ্যে কোভিডের বাড়বাড়ন্তের জেরে রবিবার একাধিক ক্ষেত্রে বিধিনিষেধের কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্কুল-কলেজ বন্ধ হচ্ছে সোমবার থেকে। সন্ধ্যা ৭টার পর চলবে না লোকাল ট্রেন। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু।
Lockdown
আরও পড়ুন:- রোগীদের নিয়ে বর্ষবরণ মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকদের
আরও পড়ুন:- ইংরেজী নববর্ষে পুজো দিতে তমলুকের বর্গভীমা মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা
অত্যন্ত জরুরি কারণ ছাড়া বাইরে বেরোলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। রবিবার নবান্নের নির্দেশিকা ঘোষণার পরই দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ছেড়ে গন্তব্যে ফিরতে শুরু করেছেন পর্যটকরা। বড়দিন এবং নতুন বছর উপলক্ষে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন দিঘা এবং লাগোয়া সৈকতগুলিতে। রবিবার দুপুরের পরও ভিড়ে জমজমাট ছিল দিঘা। কিন্তু সেই ভিড়ের চেহারা আচমকাই বদলে গেল সন্ধ্যায়। বাড়ির ফেরার জন্য বাস ডিপো, কাউন্টারগুলিতে টিকিট কাটার হিড়িকের ছবি ধরা পড়েছে।
আরও পড়ুন:- নতুন বছরের প্রথম দিনে দীঘায় উপচে পড়ল পর্যটকের ভিড় , দুই মেদিনীপুর সহ জঙ্গলমহলে নজরদারিতে প্রশাসন
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২
এই বিষয়ে কাঁথির মহকুমাশাসক আদিত্য বিক্রমমোহন হিরানি বলেন, “সরকারি যা নির্দেশ আমাদের জন্য রয়েছে আমরা সেটাই মেনে চলছি। সোমবার থেকে দিঘার সমস্ত বিনোদন পার্ক বন্ধ রাখা হচ্ছে। সৈকতে ঘোরাঘুরিও বন্ধ রাখা হচ্ছে। এ ব্যাপারে প্রচার অভিযান করা শুরু হয়েছে। বার বার সতর্কও করছি।” প্রসঙ্গত, করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় সৈকত নগরীর দিঘাতে উপকূলবর্তী এলাকায় বিধি নিষেধ জারি করা হয়েছে। পর্যটকদের সোমবারের মধ্যে হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
আরও পড়ুন:- নববর্ষের আগে দীঘায় ওড়িশা-বাংলা বর্ডারে পুলিশের নাকা চেকিং
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Lockdown
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore