Bank Robbery
পত্রিকা প্রতিনিধি: ঝাড়গ্রাম (Jhargram) জেলার নয়াগ্রামে (Nayagram) ধৃত পাঁচ দুষ্কৃতীকে আদালতে তোলা হলে বিচারক সবাইকে ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।নয়াগ্রাম থানার অন্তর্গত খড়িকামাথানী (Kharikamathani) একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (National Bank) সামনে ডাকাতি করার পরিকল্পনা নিয়ে জড়ো হয়েছিল ৫ জন যুবক। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়াগ্রাম থানার পুলিশ। ওই যুবকদের দেখে পুলিশের সন্দেহ হয়।জিজ্ঞাসাবাদ করার পর সকলকে গ্রেফতার করা হয়। একাধিক এটিএম ও ব্যাংক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত তারা ।পাঁচ যুবকের নাম সোমনাথ চ্যাটার্জি (Somnath Chatterjee), সোনু সিং (Sonu Singh), আসরফ আলী মল্লিক (Asraf Ali Mallika), এস কে শামীম (Sk. Samim) ও এস কে ফিরোজ (Sk. Firoz)।
আরও পড়ুন:- ঝাড়গ্রামের বালিভাসায় টোল প্লাজার সামনে দাঁতাল ‘রামলাল’ এর আগমনে তুলকালাম এলাকায়, বিপর্যস্ত যান চলাচল
আরও পড়ুন:- ঝাড়গ্রামে মদ্যপ ছেলের হাতে খুন মা, শ্রীঘরে ‘গুণধর’
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকদের বাড়ি পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার খড়গপুর টাউন (Kharagpur Town) ও লোকাল থানা এলাকায়। ইতিমধ্যে তাদের গ্রেফতার করে ঝাড়্গ্রাম (Jhargram) আদালতে তোলা হলে বিচারক ওই পাঁচ জন যুবককে তিনদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে আরো জানা যায় যে ওই পাঁচজনের বিরুদ্ধে ইতিমধ্যে উড়িষ্যায় (Odisha) ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ডাকাতির অভিযোগ রয়েছে ।শুক্রবার ডাকাতির উদ্দেশ্যে নয়াগ্রামে একটি গাড়িতে করে তারা এসেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটক করে । পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে নয়াগ্রামের খড়িকামাথানী এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:- মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সৌমেন খান
আরও পড়ুন:- মেদিনীপুরে ডাকাতির উদ্দ্যেশে জড়ো হওয়া ১২ জন দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার অস্ত্র
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bank Robbery
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore