Home » পূর্ব মেদিনীপুরে আবাস যোজনার টাকা উপভোক্তার বদলে তৃণমূল নেতার অ্যাকাউন্টে, চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুরে আবাস যোজনার টাকা উপভোক্তার বদলে তৃণমূল নেতার অ্যাকাউন্টে, চাঞ্চল্য

by Biplabi Sabyasachi
0 comments

PMAY

আরও পড়ুন ঃ আকালের বাজারেও অফ-ক্যাম্পাসিংয়ে রেকর্ড চাকরি মেদিনীপুর কলেজে

পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ১ ব্লকের রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কুমোরআড়া মহেশবাড় গ্রামের হরেকৃষ্ণ পাঁজা নামে এক ব্যক্তি বছর খানেক আগে বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য দু দফায় মোট ১ লক্ষ ১০ হাজার টাকা পান। সেই টাকায় ছাদ ঢালাই পর্যন্ত ঘর করে ফেলেন। কিন্তু তৃতীয় কিস্তির টাকা একশো দিনের কাজের জব কার্ডের মাধ্যমে কয়েক দফায় মেলে। তৃতীয় কিস্তির টাকা হরেকৃষ্ণ বাবুর অ্যাকাউন্টে না ঢোকার ফলে তিনি পঞ্চায়েত অফিসে গিয়ে জানতে পারেন তাঁর টাকা তাঁরই গ্রামের এক তৃণমূল বুথ সভাপতি ঋষিকেশ পাঁজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে।এই ঘটনায় চাঞ্চল্য দেখা যায় এলাকায়। যদিও পঞ্চায়েত অফিস থেকে হরেকৃষ্ণ পাঁজাকে জানানো হয় গত ১ জুলাই ও ২০ জুলাই দুদফায় মোট ৬ হাজার ১২০ টাকা ঢুকেছে। কিন্তু একজনের অ্যাকাউন্টের টাকা অন্যের অ্যাকাউন্টে গেল কি করে ?

Rich results in Google SERP when searching for "PMAY"
নিজস্ব চিত্র


আরও পড়ুন ঃ ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের বেলপাহাড়িতে, ক্ষোভ বন দফতরের বিরুদ্ধে

তবে এ বিষয়ে রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান অজিত সামন্ত বলেন, ” হরেকৃষ্ণ পাঁজা নামে এক ব্যক্তির বাংলা আবাস যোজনার টাকা দুই কিস্তিতে ঢুকেছে। তৃতীয় কিস্তির একশো দিনের ম্যান্ডেজের ১৮ হাজার টাকা ঢোকার কথা। সেখানে আধার লিঙ্কের যান্ত্রিক ত্রুটির কারণে ওই ব্যক্তির টাকা ঋষিকেশ পাঁজার অ্যাকাউন্টে ঢুকে যায়।টাকার পরিমাণ ৬১২০ টাকা। তবে আমরা প্রাপক হরেকৃষ্ণ পাঁজার অ্যাকাউন্টে ওই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। “অন্যদিকে তৃণমূলের বুথ সভাপতি ঋষিকেশ পাঁজা বিষয়ে কিছুই জানতেন না বলে অভিযোগ। তবে বৃহস্পতিবার সকালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে জানতে পারেন যে হরেকৃষ্ণ পাঁজার টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে। এবং পরে ওই টাকা ফিরিয়ে দেওয়ারও আশ্বাস দেন।

Advertisement

আরও পড়ুন ঃ আজকের রাশিফল – ১৪ আগষ্ট ২০২১, বাঃ – ২৮ শ্রাবণ ১৪২৮

আরও পড়ুন ঃ মেদিনীপুর শহরের এক হোটেলে মধুচক্রের আসর, হানা দিয়ে কয়েকজনকে আটক করল পুলিশ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

PMAY

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.