ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একদিকে ধারাবাহিকভাবে বৃষ্টি,অন্যদিকে একাধিক ব্যারেজ থেকে জল ছাড়ার ভ্রুকুটি ঘাটালবাসীর চিন্তার ভাঁজ বাড়িয়েছে। ইতিমধ্যেই ঘাটাল ব্লকের একাধিক নিচু এলাকা জলমগ্ন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই নিম্নচাপ আগামীকাল এবং পরশু জারি থাকবে। শিলাবতী-রূপনারায়ণ সহ একাধিক নদীর জলস্তর গত দু’দিন ধরে ক্রমশ উর্ধ্বমুখী। ঘাটালের ব্যাঙরাল-মনশুকা- সুলতানপুর সহ একাধিক বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বন্যা পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার ঘাটালের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন জেলাশাসকসহ পুলিশ সুপার এবং ঘাটাল মহকুমার প্রশাসনিক আধিকারিকরা। খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। প্রকাশ করা হয়েছে কন্ট্রোল রুম। জেলাশাসকের স্পষ্টবার্তা যেকোনো পরিস্থিতিতে ঘাটালবাসীর পাশে থাকবে সরকার। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন খোদ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খোরশেদ আলী কাদরী।
Ghatal Flood Situation
একাধিক এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণ সামগ্রী তুলে দেন দুর্গত মানুষদের হাতে। তিনি জানান,বন্যা মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। যেকোনো পরিস্থিতিতে ঘাটাল বাসীকে সুরক্ষা করা প্রশাসনের প্রধান এবং প্রথম লক্ষ্য। জানা গিয়েছে,বন্যার ভ্রুকুটি বুঝেই ব্লক এবং মহকুমা প্রশাসন প্রত্যেক এলাকাতেই ত্রাণ শিবির ত্রাণ সামগ্রী সহ যাবতীয় দিক পরিকল্পিতভাবে নজর রেখেছেন। বন্যা পরিস্থিতিতে তৎপর রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর,স্বাস্থ্য দপ্তর, সেচ দপ্তর সহ ঘাটালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
আরও পড়ুন : ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে গ্রাহককে ফোন, অ্যাকাউন্ট থেকে দু’দফায় কুড়ি হাজার টাকা গায়েব
আরও পড়ুন : IIT Delhi ও Kharagpur এর উদ্যোগে Robotics এর প্রশিক্ষণ শিবির মেদিনীপুর কলেজে
পরিদর্শন শেষে জেলাশাসক এবং পুলিশ সুপার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ ঘাটালবাসীর কোন সমস্যায় প্রশাসন যেন এড়িয়ে না যায় এবং যেকোনো সমস্যায় প্রশাসনকে পাশে থাকতে হবে। প্রসঙ্গত গতকাল থেকে ঘাটালের শিলাবতী- রূপনারায়ণ সহ একাধিক নদীর জলস্ফীতি ক্রমশ বাড়ছে। জলমগ্ন হয়েছে বিভিন্ন নিচু এলাকা। চিন্তার ভাঁজ ঘাটালবাসীর। আগামী সময়ে পরিস্থিতি ঠিক কোন্ দিকে এগোয়, সেদিকেই নজর জেলা প্রশাসনের।
আরও পড়ুন : মেদিনীপুর কলেজ রোডে ফাস্টফুডের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট দোকানের ৩ কর্মী, মৃত এক
আরও পড়ুন : বন্ধ বিদ্যালয়ে বাচ্চার কান্নার আওয়াজ! তোলপাড় মেদিনীপুর শহরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ghatal Flood Situation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper