বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দিঘায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন মামা-ভাগ্নে। মামাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও খোঁজ মিলছিল না ভাগ্নের। শুরু হয়েছিল তল্লাশি অভিযান। অবশেষে মঙ্গলবার দিঘার জগন্নাথ মন্দির ঘাট থেকে উদ্ধার ভাগ্নের দেহ। মৃতের নাম স্বপন মালিক (২৫)। তাঁর মামা তপন সানা (৪৮) এখন স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল।পুলিশ সূত্রে খবর, স্বপন হুগলির তারকেশ্বরের বাসিন্দা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : ছাত্রের মৃত্যু Kharagpur IIT তে

পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মী। দিন কয়েক আগে কর্মসূত্রে তিনি দিঘা গিয়েছিলেন। দিঘা মোহনা থানার উত্তর খাদালগোবরা এলাকায় মামার বাড়িতে উঠেছিলেন তিনি।

আরও পড়ুন :KHARAGPUR IIT তে ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু

সোমবার মামা-ভাগ্নে পুরানো দিঘার সি-হক ঘোলা সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে যান। দিনভর চলে তল্লাশি অভিযান। অবশেষে মঙ্গলবার দিঘার জগন্নাথ মন্দির ঘাট থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের দেহ।

এ দিন সাড়ে ১১টার দিকে জগন্নাথ মন্দিরের ঘাটে ভেসে আসে একটি দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ ও উদ্ধারকারীদের একটি দল। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Digha incident
Biplabi Sabyasachi Largest Bengali Newspape