Forecast
আরও পড়ুন ঃ–ICSE ও ISC-র পরীক্ষায় ভালো ফল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন ও রয়েল অ্যাকাডেমির
পত্রিকা প্রতিনিধিঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মূহুর্তে দক্ষিণবঙ্গের উপর রয়েছে নিম্নচাপ। যার ফলে গতকাল রাত থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও (Rainfall) হচ্ছে। আর এই নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কটালের জোড়া ফলায় সমুদ্র সৈকত দিঘায় ফের (Digha) জলোচ্ছ্বাস। আর সমুদ্রের(Sea) জল গার্ডওয়াল টপকে রাস্তায় ঢুকে পড়ছে ।
ইতিমধ্যেই পুলিশ(Police) প্রশাসনের পক্ষ থেকে মাইকিং প্রচারের মধ্যদিয়ে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে দিঘায়(Digha)আগত পর্যটকদের। তাছাড়া ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গাড়োয়ালে পাশে দড়ি দিয়ে ব্যারিক্যাড করা হয়েছে।যাতে আনন্দ উপভোগ করতে কিংবা ছবি তুলতে সমুদ্রের দিকে যাতে এগিয়ে না যায়। তবে সমুদ্রের জলোচ্ছ্বাসের এই রূপদৃশ্য জমিয়ে উপভোগ করছেন দিঘায় আগত পর্যটকেরা। তবে ঘূর্ণিঝড় যশ (Yaas) এরপর এই প্রথম দিঘায় জলোচ্ছ্বাস হচ্ছে। তাই তা উপভোগ করছেন পর্যটকরা। অনেক জায়গায় যশ কারণে গার্ডওয়ালের ব্যাপক ক্ষতি হয়েছিল। আর সেই ক্ষয়ক্ষতি এলাকাগুলিতে এখন মেরামতির কাজ চলছে।
আর এই বিষয় নিয়ে দিঘা(Digha) থানার এক পুলিশ(Police) আধিকারিক জানান , দিঘার জলোচ্ছাসে জেরে সমুদ্রে পর্ষটকদের নামতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি সমুদ্রে ধারেপাশে যাতে কেউ না চায় তা নিয়ে নজরদারি চালানো হচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Forecast
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore