2
পত্রিকা প্রতিনিধি: প্রেমিকাকে বিয়ে করার জন্য ধর্ণা দিয়েছে বহু প্রেমিক। তবে এবার অন্য ছবি দেখলো রেলশহর খড়গপুর। নিজের মেয়েকে দেখতে চেয়ে শ্বশুরবাড়িতে বুধবার ধর্ণায় বসলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের তালবাগিচার এক যুবক। ওই যুবকের শ্বশুরবাড়িও তালবাগিচা এলাকাতেই বলে জানা গেছে।
সংসারে বিবাদের জেরে বাপের বাড়ি চলে গিয়েছে যুবকের স্ত্রী। সঙ্গে নিয়ে গেছে ছয় বছরের মেয়েকেও। বাপের বাড়িতে পৌঁছে স্বামীর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে ওই যুবকের স্ত্রী। এমনকি দেখা করতে দিচ্ছে না মেয়ের সঙ্গেও। এমনই অভিযোগ করেছেন স্বরূপ ভৌমিক নামের তলবাগিচার ওই যুবক। ফলে, বাধ্য হয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসেন তিনি।