Fee admission
আরও পড়ুন ঃ–ফের ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু, এবার মানিকপাড়ার জঙ্গলে নিহত যুবক
পত্রিকা প্রতিনিধি: মাধ্যমিক (Secondary) ও উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় ফর্ম ফিলাপের টাকা ফেরত ও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তির সম্পূর্ণ ফি মুকুবের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা ভবনে বিক্ষোভ দেখাল ছাত্র সংগঠন ডিএসও। মঙ্গলবার মিছিল করে শিক্ষা ভবনের সামনে পৌঁছায় সংগঠনের সদস্যরা। প্রায় তিন ঘন্টা ভবনের দরজা আটকে বিক্ষোভ দেখায়। পরে ছাত্র ছাত্রীদের সাথে দেখা করেন পরিদর্শক।
জেলা পরিদর্শকের দফতরে দেয় ডেপুটেশনও। দাবি রাখে, বিদ্যালয়গুলিতে ভর্তি ফি মুকুব করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে স্কুল গুলোতে অফলাইন পঠন-পাঠন চালুর। উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সম্পাদক ব্রতীন দাস, সুজিত জানা, টুম্পা গোস্বামী, রবীন্দ্রনাথ মাইতি প্রমুখ। ব্রতীন দাস বলেন, “করোনা অতিমারির প্রভাবে সারা দেশের ছাত্রসমাজের শিক্ষার ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চয়তার পথে৷ লক্ষ লক্ষ পরিবার তাদের জীবন-জীবিকা হারিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে৷ এই দু:সময়ে চরম আর্থিক দুর্দশাগ্রস্ত পরিবারের ছাত্র- ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শত শত টাকা পরীক্ষা ফি বাবদ দিতে বাধ্য হয়েছিল৷ আবার বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।” তিনি বলেন, জেলা পরিদর্শক ছাত্রসংগঠনের দাবির যৌক্তিকতা মেনে নিয়ে জানিয়েছেন, যে সমস্ত বিদ্যালয়গুলি অতিরিক্ত ভর্তি ফি নিচ্ছে তাদের নিয়ে আগামী ২৬ জুলাই আলোচনায় বসবেন এবং যে ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণীর ভর্তি ফি দিতে পারবে না তারা বিদ্যালয়ে আবেদন জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে বিনা পয়সায় ভর্তি নিতে বাধ্য থাকবেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fee admission
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore