ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের মেদিনীপুর শহরে রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা দাবিতে বিক্ষোভ ছাত্রীদের। শনিবারের পর সোমবার সকাল থেকে মহাবিদ্যালয়ের প্রবেশ পথের গেট বন্ধ রেখে বিক্ষোভে সামিল ছাত্রীরা। সন্ধ্যা সাড়ে সাতটা বাজলেও ওঠেনি বিক্ষোভ। অনলাইন পরীক্ষার দাবিতে অনড় তারা। অন্যদিকে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ অনড় অফলাইনে।
ছাত্রীদের দাবি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যান্য কলেজে অনলাইনের মাধ্যমে পরীক্ষা গ্রহণ হয়েছে। এই কলেজে এখনো তা গ্রহণ করছে না। ছাত্রী লাবনী চ্যাটার্জী জানান, “কলেজের অধ্যক্ষা তাদের জানিয়েছেন সোমবার মিটিং করে সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু এদিন সকাল থেকে আমরা দাঁড়িয়ে থাকলেও চার ঘন্টা পর জানালেন জুন মাসের 23 তারিখ অফলাইনে পরীক্ষা হবে। এক সপ্তাহ পরীক্ষা পেছনোর জন্য আন্দোলন করি নি। অনলাইনে পরীক্ষার দাবিতে আমরা আন্দোলন করছি।”
আরেক ছাত্রী অপর্ণা মিশ্র জানান, “অন্যান্য কলেজে অনলাইনে পরীক্ষা হওয়ায় তারা বেশি নম্বর পাবে। সেই তুলনায় আমরা পিছিয়ে যাব এবং এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি অফলাইনে পরীক্ষা দেওয়ার। সেখানেও আমরা ব্যর্থ হব।” ছাত্র-ছাত্রীদের অভিযোগ, আন্দোলন করলে তাদের নামে এফআইআর করা হবে বলে কলেজ কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিচ্ছে। তবে ছাত্রীরা এন্ট্রাস পরীক্ষা অফলাইনে দিলেও কলেজে দেবে অনলাইনে। সেই দাবি না মানা পর্যন্ত গেট বন্ধ রেখে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভরত ছাত্রীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Online Exam
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore