পত্রিকা প্রতিনিধি :এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের ২ চিকিত্সক ও ২ নার্স সহ মোট ৫ জন আক্রান্ত হলো করোনায়। জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা যায়, ওই হাসপাতালের ৫ জনের মধ্যে একজন রান্নার কর্মী । রান্নার কর্মীর করোনা পজিটিভ হওয়ার পর ইতিমধ্যেই আজ সন্ধ্যে থেকে ডেবরা হাসপাতালে মাইকিং এর মাধ্যমে রোগীর বাড়ির লোকেদের জানিয়ে দেওয়া হচ্ছে, যে হাসপাতাল থেকে রোগীদের খাবার দেওয়া আগামীকাল অর্থাৎ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এমনটাই জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে। আক্রান্তদের সংস্পর্শে ঠিক কতজন এসেছেন তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দফতর। বিশষ সূত্রের খবর কিছুদিন আগেই শালবনী হাসপাতালে চিকিৎসা কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসে সেই সূত্রেই আক্রান্ত হয়েছেন ডেবরা হাসপাতালের চিকিৎসা কর্মী, অনুমান স্বাস্থ্য দফতরের। সম্প্রতি সাময়িক বদলির কারণে ডেবরা হাসপাতালের এক চিকিৎসা কর্মীকে আসতে হয় শালবনী হাসপাতালে। তারপরে তিনি যখন পুণরায় ডেবরা হাসপাতালে যোগ দেন তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয় কোভিড পরীক্ষার জন্য। এরপরেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ওই ডাক্তারের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করে লালারসের নমুনা সংগ্রহ করা হলে মঙ্গলবার ২ চিকিৎসা কর্মী , ২ নার্স সহ মোট ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
0