পত্রিকা প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এগরার বিধায়ক সমরেশ দাস। কোভিডে আক্রান্ত হওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকাল ৪.১৫ তে তাঁর মৃত্যুর খবর আসে। করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এই দ্বিতীয় কোনও বিধায়কের মৃত্যু হল।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তৃণমূলের টিকিটে জিতে তিনি ৩ বার বিধায়ক হন। ২০০৯ সালে বিধানসভা উপনির্বাচনে জিতে পূর্ব মেদিনীপুর এগরা বিধানসভার এমএলএ হন তিনি।তারপর ১১ বছর ধরে রাজনৈতিক দায়িত্ব পালন করছেন। এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত।করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১৫দিন ধরে কলকাতার আমরি হাসপাতালে ভর্তি ছিলেন সমরেশ। শুরু থেকেই পরিস্থিতি বেশ সঙ্কটজনক ছিল এগরা বিধায়ক সমরেশের। তিনি অসুস্থতাকে প্রথম দিকে গুরুত্ব দেননি। পরিস্থিতি বেশ গুরুতর হয়ে ওঠার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই কারণেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন। সমরেশ দাসের সুস্থ হয়ে ওঠা নিয়ে নিজের উদ্বেগ গোপন করেননি মুখ্যমন্ত্রী। তবে এখনও পযর্ন্ত সমরেশ দাসের পরিবারের আর কেউ করোনায় আক্রান্ত হননি।
প্রসঙ্গত,প্রায় ১৫দিন আগে বিধায়ক সমরেশ দাসের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বয়সজনিত কারণে এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকায় তাঁকে পাঁশকুড়ার বড়োমা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু কয়েকদিনের মধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তার সুচিকিৎসার জন্য দ্রুত তাকে পাঁশকুড়ার হাসপাতাল থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করার হয়।এরপর কো-মরবিডিটির কারণে করোনা আক্রান্ত বিধায়ক সমরেশ দাস’কে আমরি হাসপাতালের হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়।এরপর তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা।তারপর কয়েকদিনের মধ্যেই তার শ্বাসনালীতে অস্ত্রোপচার করে ওই হাসপাতালের চিকিৎসকরা। তবে শ্বাসনালীতে অস্ত্রোপচার পর তাকে তরল খাবার দেওয়ার কথা শুরু করেন চিকিৎসকেরা, কিন্তু হঠাৎই আজ সকালে মৃত্যু হয় বিধায়ককের বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সমরেশ বাবুর শ্বাসকষ্টে অসুবিধা ছিল। যাঁর জেরে কোভিডের বিরুদ্ধে তাঁর লড়াইটা আরও কঠিন হয়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তি থাকার সময়ই তাঁর শ্বাসনালিতে অস্ত্রোপচার করেছিলেন হাসপাতালের চিকিৎসকরা। তবুও শেষরক্ষা হয়নি।
তবে এই বর্ষীয়ান রাজনীতিকের এর মৃত্যুর খবরে শোকোস্তব্ধ রাজনৈতিক মহল।তবে সমরেশ বাবুর মরদেহ নিজের বিধানসভা এলাকায় ও নিজের বাড়িতে আসবে কিনা তা এখনও জানা যায়নি ।