CPIM Procession
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাও আতঙ্ক কাটিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলের পিড়াকাটাতে প্রায় কুড়ি বছর পর সিপিএমের কৃষক সংগঠনের মিছিল ও সভা। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে সিপিএমের রাজত্বের শেষ দিকটা অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। বিভিন্ন অভাব অভিযোগ তুলে জঙ্গলমহল মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই মাও অধ্যুষিত পিড়াকাটা এলাকায় হল কৃষক সভার কাউন্সিল বৈঠক।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
মাওবাদী পর্বে নিহত ও নিখোঁজ ৬২ পরিবারের খোঁজ নিলেন সিপিএম নেতারা। নিহত পরিবারগুলির হাতে সাহায্য তুলে দিয়ে সমবেদনা জানিয়ে জানালেন ‘পাশে আছি’। রবিবার লাল পতাকায় কার্যত মুড়ে ফেলা হয়েছিল পিড়াকাটা বাজার। মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ সহ কৃষক সভার নেতারা। মঞ্চ থেকেই মাওবাদী ও তৃণমূলের নেতাদের হুঁশিয়ারি দেন।
CPIM Procession
পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের অস্তিত্ব জাহির করতে এই মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। সুশান্ত ঘোষ বলেন, “লাল পতাকাকে উৎখাত করতে তৃণমূল ভাড়া করে এনেছিল মাওবাদী নেতা কিষানজীদের। মাওবাদী কার্যকলাপে এক সময় গ্রেপ্তার হওয়া এই শালবনীর এক নেতা বর্তমান সরকারের উচ্চপদে। আর যিনি জঙ্গলমহলে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি তো সাধারণ সম্পাদক পদে আছেন এখন।
আরও পড়ুন : কাটা হচ্ছে বেতন! প্রতিবাদে মেদিনীপুর পৌরসভার সামনে কর্মীদের বিক্ষোভ
আরও পড়ুন : মানুষের সামনে যদি উলঙ্গ করে দিতে না পারি! কাঁথিতে হুঁশিয়ারি অভিষেকের
এদের মানুষ আসল চেহারা বুঝতে পেরেছে বলেই আজ সাহস করে সকলে বেরিয়ে এসেছে।” তিনি বলেন, “আগে চেষ্টা করলেও সেভাবে শাসকদলের চাপে প্রচার করা যায়নি। এখন সে পরিস্থিতি আর নেই। মানুষ ওদের ও বিজেপির আসল চেহারা বুঝতে পেরেছে। তাই ধীরে ধীরে সকলেই বের হতে শুরু করেছেন।”
আরও পড়ুন : রাত পোহালেই কাঁথিতে হাইভোল্টেজ জনসভা অভিষেকের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
CPIM Procession
– Biplabi Sabyasachi Largest Bengali