Sold the property
আরও পড়ুন ঃ–‘বাংলার জন্য আর্শীবাদ চেয়েছি’ , দিল্লিতে বৈঠক শেষে টুইট শুভেন্দুর
পত্রিকা প্রতিনিধিঃ ২১-এর নির্বাচনে সারা রাজ্যের সঙ্গে বিপর্যয় নেমে এসেছে এক সময়ের লালদূর্গ হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলা CPI(M) পার্টিতেও। তবে ২১ শে বিধানসভা নির্বাচনে এই জেলাতেও শূন্যে নেমে এসেছে এই দলের। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা CPI(M)আরও চরম সঙ্কট ডেকে এনেছে অনেক পরিমাণের দেনা। ফলে এই মূহুর্তে পার্টি চালানোর খরচ জোগাতে হিমসিম খেতে হচ্ছে জেলা নেতৃত্ব। আর এই জেলার মেদিনীপুর শহরের কেরানীতোলা এলাকায় ‘সুকুমার সেনগুপ্ত ভবন’ নির্মাণের জন্য কেনা জায়গার একটা বড় অংশ সম্প্রতি বিক্রি করে দিয়েছে তারা।
তবে এই আর্থিক অবস্থার কারণে জায়গা বিক্রি করার কথা স্বীকার করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা CPI(M)-এর সম্পাদক তরুণ রায়। এবিষয়ে তিনি বলেন, ‘সুকুমার সেনগুপ্ত ভবন তৈরি করার জন্য কেনা হয়েছিল, বিষয়টা তা নয়। জায়গা একটা আমরা কিনেছিলাম। সেটা বিক্রি করেছি এটাও ঠিক। ওই জায়গাটা কেনার সময় প্রচুর টাকা লোন হয়েছিল। তাই একটা অংশ আমাদের বিক্রি করতে হয়েছে। নানা কারণে পার্টির অনেক দেনা হয়ে গিয়েছে। তবে যাকে বিক্রি করা হয়েছে, তাঁর সঙ্গে কথা হয়েছে, ওখানে সুকুমার সেনগুপ্তর নামে ৬০০ আসনের একটি অডিটোরিয়াম তৈরি করা হবে। একটি পূর্ণাবয়ব মূর্তিও বসানো হবে সুকুমার’দার। তাঁর নামে জায়গা থাকবে। সুকুমার সেনগুপ্ত এই জেলার আমাদের পার্টির প্রতিষ্ঠাতা। তাঁকে আমরা সম্মান জানাবো না এটা হতে পারে না।’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Sold the property
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore