Home » পশ্চিম মেদিনীপুর জেলায় চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে কোভিড-ভ্যাকসিনের স্লট বুকিং

পশ্চিম মেদিনীপুর জেলায় চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে কোভিড-ভ্যাকসিনের স্লট বুকিং

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: ভোর থেকে আর ভ্যাকসিনের জন্য নাম লেখাতে লাইন দিতে হবে না। এবার হোয়াটসঅ্যাপে (Whatsapp)কেবল একটি ‘Hi’ লিখলেই বুকিং হয়ে যাবে কোভিড-ভ্যাকসিনের স্লট (Covid Vaccine Slot)। কলকাতার (Kolkata)পরে এবার এই পদ্ধতি চালু হচ্ছে পশ্চিম মেদিনীপুরেও (Paschim Medinipur)।

নিজস্ব চিত্র

করোনা মোকাবিলায় ভ্যাকসিনকে গুরুত্ব দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। তা পূরণ করতে ডিজিটাল প্ল্যাটফর্মকে হাতিয়ার করেছে। এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েই করোনা টিকাকরণে গতি আনতে চাইছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরও। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার স্লট বুকিং (slot booking) এর সুবিধা পাওয়া যাবে বলে জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। নিজের নাম নথিভুক্ত করার জন্য এই (8335999000) নাম্বারে হোয়াটসঅ্যাপে ‘hi’ পাঠালে স্বাস্থ্য দফতর আপনাকে সমস্ত নির্দেশিকা পাঠাবে। যা অনুসরণ করে আপনি আপনার নাম নির্দিষ্ট সেন্টারে ভ্যাকসিনের জন্য নথিভুক্ত করতে পারবেন।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, এই সুবিধা আপাতত শুধু মাত্র ৪৫ বছর বয়সের উপরে মানুষদের জন্য থাকবে। এখন এই সুবিধা শুধুমাত্র মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং খড়্গপুর মহকুমা হাসপাতালের জন্য চালু থাকবে। প্রতিদিন ৫০ জন নাম নথিভুক্ত করতে পারবে। রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে এটি আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.