Home » কাঁথিতে সঞ্জীবনী হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, রাস্তায় নেমে জাতীয় সড়ক অবরোধ করোনা রোগীদের

কাঁথিতে সঞ্জীবনী হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, রাস্তায় নেমে জাতীয় সড়ক অবরোধ করোনা রোগীদের

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং: করোনা হাসপাতালে করোনা রোগীদের নিম্নমানের খাবার দেওয়া ঘিরে বিক্ষোভ।মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের কাঁথি ১ ব্লকে কাঁথি সঞ্জীবনী করোনা হাসপাতাল সংলগ্ন এলাকায়। contai news, contai news

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত কয়েকমাস আগে কাঁথি সঞ্জীবনী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হয়।তবে ইতিমধ্যে এই হাসপাতালে চিকিৎসাধীন ১০০ জন করোনা আক্রান্ত রোগী।আর সেখানে থাকা করোনা রোগীদের প্রতিদিনই নিম্নমানের খাবার দেওয়া হয়।তবে দীর্ঘদিন ভর্তি থাকলেও হাসপাতালে নিম্নমানের খাবার এবং বাথরুমের অব্যবস্থার বিরুদ্ধে এদিন  হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় এসে প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন হাসপাতালে ভর্তি থাকা কোভিড আক্রান্ত রোগীরা।তবে এই ঘটনার খবর পেয়ে কাঁথি থানার বিশাল ঘটনাস্থলে এসে করোনা আক্রান্ত রোগীদের বুঝিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এরপর করোনা আক্রান্ত রোগীরা প্রশাসনের এই আশ্বাসের খুশি হয়ে পথ অবরোধ তুলে নেয়।এরপর জাতীয় সড়কে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।তবে করোনা আক্রান্ত রোগীরা হঠাৎই এমন ভাবে রাস্তায় এসে বিক্ষোভ করায় করোনা সংক্রমণের আশঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন- করোনা মুক্তের পরেই মৃত্যু হল মেদিনীপুরের এক ব্যবসায়ীর

রাস্তায় বেরিয়ে জাতীয় সড়ক অবরোধ করোনা রোগীদের, ছবি- শুভম সিং

এক করোনা আক্রান্ত রোগী বলেন,আমরা করোনা আক্রান্ত হয়ে বেশকয়েকদিন ধরে এই হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ভর্তি রয়েছি।তবে এই হাসপাতালে করোনা রোগীদের স্বাস্থ্যবিধির খেয়াল না রেখে রোগীদের বারে বারে পাউরুটি ও নিন্মমানের খাবার দেওয়া হচ্ছে।যা খাবার পক্ষ অনুপোযোগী। তবে এ বিষয়ে বারবার আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও তার কোনো সুরাহা হয়নি।তাই আজ আমরা বাধ্য হয়ে এই অবরোধ ও বিক্ষোভ করছি।তবে পুলিশ প্রশাসনের আশ্বাস মতো আমরা অবরোধ তুলে নিলেও পরবর্তী দিনের যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা পরবর্তী দেনে আরও বৃহত্তর আন্দোলনের নামবো।

তবে এবিষয়ে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় বলেন, বেশ কয়েকদিন ধরে এই হাসপাতালে বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে এসেছে।তবে আমরা ওই হাসপাতাল কর্তৃপক্ষকে এই সমস্যার সমাধান করতে বললেও তারা কোনো সমাধান করেননি।তাই আজ করোনা রোগীরা বিক্ষোভ দেখিয়েছেন।
তবে আপাতত পুলিশ প্রশাসনের সহযোগিতায় করোনা রোগীদের পথ অবরোধ ও বিক্ষোভ তুলে দেওয়া হয়েছে।তাছাড়া আমরা চেষ্টা করছি ওই সমস্ত করোনা রোগীদের অন্য কোন হাসপাতালে বা সেফ হোমে পাঠানো যায় কিনা।তবে পর্যালোচনা করে এই হাসপাতালে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.