পত্রিকা প্রতিনিধি: রাতের অন্ধকারে মৃতদেহ কবর দিতে এসে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে । পরে অবশ্য বিক্ষোভ হটিয়ে দিয়ে মৃতদেহ কবর দিয়ে যায় পুলিশ । বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কবরডাঙ্গা এলাকার কবরস্থানে । ওই দিন রাত ৩টে নাগাদ একটি মৃতদেহ কবরস্থানে নিয়ে আসে কবর দেওয়ার জন্য । রাতের অন্ধকারে এভাবে কবর দিতে আসা এবং মৃতদেহ যারা নিয়ে আসছিলেন তারা প্রত্যেকেই পিপিই পোশাক পরে থাকায় এলাকাবাসী বুঝতে পারেন মৃতদেহটি করোনা আক্রান্ত কোনো রোগীর । এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা । তাদের বক্তব্য করোনা আক্রান্তর মৃতদেহ এখানে কবর দেওয়া যাবে না । গভীর রাত হলেও এলাকার সমস্ত মানুষজন মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন । পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে আসে । লাঠিচার্জ করে মুহূর্তে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ । এলাকাবাসীর মধ্যে থেকে এক যুবককে আটক করা হয়েছে । এরপর পুলিশ মৃতদেহ কবর দিয়ে চলে যায় । এলাকাবাসীর বক্তব্য এর আগেও এক করোনা আক্রান্তের মৃতদেহ কবর দেওয়া হয়েছিলো । গভীর গর্ত না করেই সেইসময় মৃতদেহ কবর দেওয়া হয়েছিলো ,এতে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যায় । বুধবারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । সকলেই আশঙ্কা করছেন সমস্ত কারোনা আক্রান্ত রোগী মারা যাওয়ার পর এখানে কবর দেওয়া হলে এলাকায় সংক্রমনের ভয় রয়েছে । যদিও প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে আশ্বস্ত করার সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে ।
0
previous post