পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য ভবন সূত্রে জানা যায়, শনিবারের (৫ সেপ্টেম্বর) র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর টেস্ট এবং এসএসকেমের আরটি-পিসিআর টেস্ট মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ২৬০ জন। এর মধ্যে, অ্যান্টিজেনে ১৮৮ জন, মেডিক্যাল কলেজের টেস্টে ৬৫ জন এবং এসএসকেমের টেস্টে ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২৬০ জন আক্রান্তের মধ্যে বেশিরভাগ জনের উপসর্গ না থাকলেও, অনেকেরই জ্বর, সর্দি-কাশি সহ বিভিন্ন উপসর্গ রয়েছে। এই ২৬০ জনের মধ্যে মেদিনীপুর শহর ও শহরতলী মিলিয়ে ২৮ জন আক্রান্ত, খড়্গপুর শহর ও শহরতলী মিলিয়ে ৪৬ জন সংক্রমিত। এছাড়াও ঘাটাল, দাসপুর, গড়বেতা, চন্দ্রকোনা, সবং, ডেবরা, বেলদা, শালবনী প্রভৃতি এলাকাতেও একাধিক সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে। আক্রান্তদের অনেকেই প্রথমসারির করোনা যোদ্ধা (পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যাই বেশি)। corona update, corona update, medinipur news, biplabi sabyasachi news, latest bengali news, bengal news, belda news, sabang bengali corona news, ghatal news, garhbeta news
মেদিনীপুর শহর ও শহরতলীতে গত চব্বিশ ঘণ্টায় (শনিবার রাত পর্যন্ত), ২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ও গুড়গুড়িপাল এলাকার দুই মাঝবয়সী (৪১ ও ৩৫) ব্যক্তি ছাড়াও শহরে ফের ২৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে, শরৎপল্লীতে অবস্থিত জেলা স্বাস্থ্য ভবনের এক করোনা যোদ্ধা এবং বেশ কয়েকজন পুলিশকর্মী রয়েছেন। এছাড়াও, পাটনা বাজারে একটি পরিবারে বয়স্ক দম্পতি (৬১ ও ৫৯) ছাড়াও এই এলাকায় আরো এক প্রৌঢ়া (৮৩) করোনা আক্রান্ত হয়েছেন। শরৎপল্লীতে একই পরিবারের ২ জন, বড়বাজারের একই পরিবারের ২ জন, ধর্মার রামকৃষ্ণনগরের এক দম্পতি (৩৬ ও ২৯) সহ এই এলাকার মোট ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও খাপ্রেলবাজার, চিড়িমারসাই, গোলকুঁয়াচক (কেদারবাবুর গলি) এলাকার মোট ৩ জন এবং কেরানীটোলার ৩ জন সহ শহরে মোট ২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে অনেকেই স্বল্প উপসর্গযুক্ত বা উপসর্গহীন, তাঁরা অনেকেই গৃহ নিভৃতবাসে আছেন। কয়েকজন’কে পাঠানো হয়েছে করোনা হাসপাতালে, এমনটাই জানা যায় স্বাস্থ্য দপ্তর সূত্রে।
আরও পড়ুন- একই পরিবারের ৪ জন সহ খড়্গপুরে ফের করোনায় আক্রান্ত ৪৬
গড়বেতার ঝলঝলি এলাকার ফাতেসিংপুরে একই পরিবারের তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এছাড়াও গড়বেতার লাপুরিয়া এলাকায় এক যুবতী (১৮) ও এক বৃদ্ধার (৭৩) কোভিড রিপোর্ট পজিটিভ আসে।পিংলার রাত্রাপুর এলাকার একই পরিবারের তিনজন (যুবক-২০, বৃদ্ধ-৫০ ও মহিলা-৪৩) করোনায় আক্রান্ত হয়েছেন। ডেবরার সতরুখি (লোয়াদা ৯ নং, ডেবরা) এলাকায় একই পরিবারের ৫ জন (যুবতী-২৭, যুবতী-২৮, মহিলা-৩২,যুবতী -২১, যুবক-২০, বৃদ্ধ-৫৫) করোনায় আক্রান্ত হন। শালবনীর ও.সি.এল (পুরুষ-২৮) সংলগ্ন এলাকায় ১ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
দাসপুরের কামালপুর এলাকায় ৩ জন (পুরুষ-৪৮, পুরুষ-৪৬, পুরুষ-৪৩) , কেলেগোডায় ১জন, নবীনমনুয়ায় ২ জন,জোতঘনশ্যামপুর এলাকার ১ জন ,সোনাখালির ১ জন, নিশ্চিন্তপুরের ১ জন, জোতভগবানের ১জন, বেনাইয়ের ১ জন ,নবীন বাসুদেবপুরের ২জন, বকুলতলার ১ জন, জয়কৃষ্ণপুরের ১ জন, খঞ্জপুরের ২ জন সহ মোট ২০ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।ঘাটালে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় শনিবারের অ্যন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী। ১৩ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকায় ১ জন ,দেওয়ানচক সংলগ্ন সিমুলিয়া এলাকায় ১জন, অজবনগর সংলগ্ন মন্দারিয়া গ্রামের ১ জন, মোহনপুর সংলগ্ন কুশমানের ১ জন, বীরসিংহের ১জন সহ মোট ৫ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।যদিও চিন্তার কোনো কারণ নেই এরা প্রত্যেকেই উপসর্গহীন।
সবং থানার এক পুলিশ অফিসার (৩৬) তথা করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জান যায়। এই নিয়ে সবংয়ে মোট ১৮ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হলেন । কিছুদিন আগেই একই সঙ্গে ১০ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন।জানা যায় শনিবার আক্রান্ত হওয়া পুলিশ অফিসারকে ডেবরার সেফ হোমে স্থানান্তরিত করা হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi