পত্রিকা প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সবং থানায় সেকেন্ড অফিসারের, বয়স হয়েছিল ৩৮ বছর, বাড়ি নদীয়া জেলায়। জেলায় প্রথম পুলিশ আধিকারিকের মৃত্যু তে শোকের ছায়া জেলা পুলিশে।জানাগেছে এ মাসের ৫ তারিখে রিপোর্ট পজিটিভ আসে ঐ পুলিশ অফিসারের। প্রথমে তেমন উপসর্গ না থাকায় রাখা হয় ডেবরার সেফ হোমে। পরে তাকে স্থানান্তরিত করা হয় শালবনি কোভিড হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে হাওড়ার নারায়নী কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার সকালেই তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া জেলা পুলিশ মহলে। sabang, sabang
আরও পড়ুন- মেদিনীপুর শহরে সংক্রমণ কমে ১৯, ডেবরা ও সবংয়ের ১৮ জন সহ জেলায় ফের করোনায় আক্রান্ত ১২৩ জন
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সবং হাসপাতালে র্যাপিড আ্যন্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে ডেবরা সেফ হোমে ভর্তি করা হয়। জ্বর না কমায় দু’দিন পরে পাঠানো হয় লেভেল ফোর শালবনী করোনা হাসপাতালে। তাঁকে আইসিইউ এবং ভেন্টিলেশনে দেওয়ার পরও অবস্থার অবনতি হওয়ায়, গতকাল বিকেলে হাওড়ার নারায়নী হাসপাতাল স্থানান্তরিত করা হয়। সেখানেই প্রায় ১৪ ঘন্টার লড়াই শেষ হয়ে যায় ভোরবেলা! সবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পার্থ প্রতিম মাইতি জানিয়েছেন, “১২ তারিখ রাতেই কথা হয়েছিল ওনার সঙ্গে। কেমন আছেন জিজ্ঞাসা করাতে বলেছিলেন, আইসিইউতে আছি, ফলে ভাল আছি বলি কী করে বলুন তো? ভাবতেই পারিনি এই দুঃসংবাদ অপেক্ষা করছে সবং’বাসীর জন্য। এত তৎপর, এত তরুণ আধিকারিক এভাবে চলে যাবেন ভাবতে পারছিন!” উল্লেখ্য যে, গত ১ লা সেপ্টেম্বর থানার বড়বাবু সুব্রত বিশ্বাসের রিপোর্টও পজিটিভ এসেছিল। বর্তমানে, তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। কিন্তু, তার মধ্যেই এই মর্মান্তিক দুঃসংবাদে শোকের ছায়া নেমে এসেছে সবং থানা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশমহলে! আজ (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় গান স্যালুটে প্রয়াত পুলিশ অফিসার অতনু প্রামাণিক’কে শেষ বিদায় জানানো হবে বলে জানা গেছে। উল্লেখ্য যে, বছর দু’য়েক আগে শালবনী থানাতেও কর্মরত ছিলেন, কর্তব্যপরায়ণ এই এস.আই (Sub inspector)। তবে, সম্প্রতি তাঁর ব্লাড সুগার ধরা পড়েছিল বলে জানা যায়। নিয়মিত ওষুধ খেতে হতো তাঁকে। ফলে, কো-মর্বিডিটির সঙ্গে করোনা যোগ হওয়ায় পরিস্থিতি চিকিৎসকদের আয়ত্বের বাইরে চলে যায়। করোনা’র আশঙ্কাজনক প্রতিটি ক্ষেত্রেই প্রায় চরম দুর্ঘটনা ঘটে যাচ্ছে এভাবেই। অকালেই ঝড়ে পড়ছে কত প্রাণ। মাত্র ৩৮ বছরেই বিদায় নেওয়া পুলিশ অফিসার অতনু বাবু রেখে গেলেন স্ত্রী ও একমাত্র শিশুকন্যা’কে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
1 comment
[…] […]
Comments are closed.