Home » ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু খড়্গপুরের তরতাজা যুবকের

ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু খড়্গপুরের তরতাজা যুবকের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: সম্প্রতি শালবনীর কোভিড হাসপাতালে মৃত্যু হয় বছর ৩ ৭ এর এক যুবকের ।সুমন দে (রাজা) ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট এর আওতায় কাজ করতেন বলে জানা যায় পরিবারসূত্রে।তিনি ২ নম্বর ওয়ার্ডের ইন্দা সংলগ্ন বিদ্যাসাগরপল্লী এলাকার বাসিন্দা। Salboni, Salboni

ফাইল চিত্র

শালবনীর কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান তিনি। রাজার মৃত্যুর ঠিক ২ দিন পরেই খড়্গপুর রেলশহরের ১৫ নম্বর ওয়ার্ডের মথুরাকাটির এক যুবকের (৩০) মৃত্যু হল। জানা যায় ওই যুবকের দাদা খড়্গপুর রেল দফতরের কর্মী, তাই রেল আবাসনেই থাকতেন। পরিবার সূত্রের খবর, ওই যুবক খড়্গপুর বিগবাজারে স্নিপিং স্টাফ ছিলেন। গত ৩-৪ দিন আগেই ওই যুবকের শরীরে করোনার উপসর্গ (জ্বর ) দেখা মেলায় অ্যন্টিজেন পরীক্ষা করালে তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।তারপরেই শালবনীর কোভিড হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শালবনীর কোভিড হাসপাতালেই তার মৃত্যু হয়।ওই যুবকের পরিবারের লোকের অভিযোগ, হাসপাতালের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে। নূন্যতম পরিষেবাটুকুও দেওয়া হয়নি তাঁদের ছেলেকে।
অপরদিকে কিছুদিন আগেই জেলার একমাত্র করোনা হাসপাতাল শালবনীর কোভিড হাসপাতাল নিয়ে পরিষেবার মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সম্প্রতি জেলার করোনা টাস্ক ফোর্সের সঙ্গে ভিডিও কনফারেন্স করে শালবনীর করোনা হাসপাতাল নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে রাজ্যের স্বাস্থ্য কর্তারা।এরপরেই সরিয়ে দেওয়া হয় হাসপাতালের সুপারকে। হাসপাতালের নয়া সুপার নবকুমার দাস।জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৮০ জনের তাঁর মধ্যে শালবনী কোভিড হাসপাতালে মৃত্যু হয় ৩০ জনের।গত মাসে জেলায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। যার মধ্যে শালনবী কোভিড হাসপাতালে মৃত্যু হয়েছে ‍১৯ জনের।

আরও পড়ুন- হাতির তান্ডব অব্যাহত, লালগড়ের ভাউদি ফরেস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীর
মেদিনীপুরের এক সমাজসেবী জানিয়েছেন যে, শুক্রবার শালবনীর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা আক্রান্ত রোগী বাড়িতে ফোন করে বলেন সেখানে প্রতিনিয়ত পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। শালবনীর করোনা হাসপাতালে দ্বিতলে থাকা ওই রোগী বলেন সেখানে কোনোরকম ফ্যানের ব্যবস্থা নেই, শুধু তাই নয় নূন্যতম জানালাটুকুও নেই। কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য অক্সিজেনের প্রয়োজন,সেই পরিকাঠামো গত ত্রুটির জন্যই কি করোনা রোগীরা শ্বাসকষ্টে জনিত সমস্যায় মারা যাচ্ছেন , তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.