পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০৩ জন। medinipur, corona update, corona update
আরো পড়ুন- আজকের পত্রিকা- ৪সেপ্টেম্বর ২০২০, বাং- ১৮ ভাদ্র ১৪২৭
আরো পড়ুন- সুতাহাটায় প্রবীণ অধ্যাপক কে খুনের হুমকি দিয়ে পড়ল পোস্টার
মেদিনীপুর শহরে অ্যন্টিজেন পরীক্ষার তালিকানুযায়ী মোট ৩০ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। মেদিনীপুর পুলিশ লাইনে দুই পুলিশ কর্মীর (৩৫,৪০) শরীরে করোনার সংক্রমণ ঘটে বলে জানা যায়। যদিও তারা উপসর্গহীন। শহরের পাটনাবাজার এলাকায় এক ব্যক্তির (৩৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে। শহরের আবাসে ২জন (পুরুষ৩৫, পুরুষ৪১) ব্যক্তির কোভিড রিপোর্ট পজিটিভ আসে।মানিকপুর এলাকায় এক বৃদ্ধ (৬৪) করোনায় আক্রান্ত হন।
আরো পড়ুন- গড়বেতায় ভাইঝিকে ধর্ষণের অভিযোগ কাকার বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত
কোতোয়ালীর অধীনে স্টেশন রোড এলাকায় একই পরিবারের ২ জনের (মহিলা-৫২, যুবক-২৫) রিপোর্ট পজিটিভ আসে অ্যন্টিজেন পরীক্ষায়। শহরের কুইকোটায় একই পরিবারের ২ জন (পুরুষ ৩৬, যুবতী ২৮) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এছাড়াও ওই এলাকায় এক ১০ বছরের কিশোরীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। শহরের বটতলা চক (বৃদ্ধ৬১) ও কর্ণেলগোলায় (যুবক ১৯) মোট ২জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।
আরো পড়ুন- দিঘা সমুদ্রে তলিয়ে গেল ৫ টি বোল্ডার বোঝাই ডাম্পার,অল্পের জন্য রক্ষা পেলেন চালকেরা
দ্বারিবাঁধ এলাকায় একই পরিবারের ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। পাটনাবাজার এলাকায় ৩ জন করোনায় আক্রান্ত হন বলে জাণা যায়। শরৎপল্লী,দেওয়ান নগর ও ছোটোবাজার এলাকায় মোট ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।শরৎপল্লী (বেলতলা মাঠের নিকট) ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi