Home » করোনা হামলায় ছারখার মেদিনীপুর শহর, একদিনেই আক্রান্ত ৬১ জন

করোনা হামলায় ছারখার মেদিনীপুর শহর, একদিনেই আক্রান্ত ৬১ জন

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের শনিবারের রাতের আর.টি.পি.সি.আর. ও অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্টে পশ্চিম মেদিনীপুরে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৯১ জন। অ্যান্টিজেন পরীক্ষায় মেদিনীপুর শহর ( ৩৯ জন), খড়্গপুর (২৪), সবং, দাঁতন, মোহনপুর,দাসপুর, কেশপুর, ডেবরা ও বেলদা নিয়ে মোট ৫৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। medinipur news, medinipur news

আরো পড়ূণ- আজকের পত্রিকা-২৯ আগষ্ট ২০২০, বাংলা- ১২ ভাদ্র ১৪২৭

মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভিআরডিএলে (ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি) শুক্রবার (২৮ আগস্ট) থেকে পুনরায় শুরু হল আরটি-পিসিআর টেস্ট। একসাথে, চারজন স্বাস্থ্যকর্মী সংক্রমিত হওয়ায়, গত ২৬ আগস্ট ও ২৭ আগস্ট বন্ধ ছিল এই ল্যাবে কোভিড ১৯ টেস্ট। ২৮ আগস্টের আরটি-পিসিআর টেস্ট অনুযায়ী, জেলায় মোট ৭৭ জন করোনা সংক্রমিত হয়েছেন এবং মেদিনীপুর শহরে ২১ জন সংক্রমিত হয়েছেন। অপরদিকে, প্রায় ১২০০ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মধ্যে জেলায় ১১৭ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মেদিনীপুর শহর ও শহরতলীর ৩৯ জন আছেন। সবমিলিয়ে, শহর ও শহরতলীর রেকর্ড সংখ্যক, ৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন জেলা স্বাস্থ্য ভবনের ২৮ আগস্টের রিপোর্ট অনুযায়ী।

আরো পড়ূণ- ফের রেকর্ড সংক্রমণ খড়্গপুরে ,IIT ক্যাম্পাসের ৩ জন সহ শহরে মোট আক্রান্ত ৪৭

মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২৮ আগস্টের আরটি-পিসিআর টেস্ট অনুযায়ী, যে ২১ জন সংক্রমিত হয়েছেন তাঁরা যথাক্রমে রাঙামাটি, শরৎপল্লী, মানিকপুর, পাটনা বাজার, কুইকোটা এবং বিবিগঞ্জের (২ জন) বাসিন্দা। এছাড়াও, কোতোয়ালী বাজার, মুন্সি পাটনা সহ শহর ও শহরতলীর প্রায় ১৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। অপরদিকে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর শহরের উপকণ্ঠে পাঁচখুরি এলাকার ১৫ জন, মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী সহ ৯ জন, কোতোয়ালি থানার ৪ জন পুলিশকর্মী, শরৎপল্লী এলাকার ৩ জন, বল্লভপুরের ২ জন, পাটনা বাজারের ২ জন, বিধাননগরের ২ জন, তলকুই এলাকার ১ জন, মহতাবপুরের ১ জন সহ মোট ৩৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। উল্লেখ্য যে, মেদিনীপুর শহর ও শহরতলীর আক্রান্ত ৬০ জনের মধ্যে করোনা যোদ্ধা থেকে সাধারণ মানুষ, সকলেই আছেন, আছেন একই পরিবারের একাধিক জনও। তবে, অধিকাংশ জনই উপসর্গহীন! উপসর্গযুক্ত ও স্বল্প উপসর্গযুক্তদের করোনা হাসপাতালে পাঠানো’র উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.