পত্রিকা প্রতিনিধিঃ বাংলাতেও এবার আসতে শুরু করেছে করোনার দ্বিতীয় ঢেউ। হু হু করে ফের রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যের পাশাপাশি দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯ জন বলে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিনই বাড়ছে সংক্রমণ৷ তবে এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ১০৫ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ আর এই মোট ১১টি রাজ্যকে করোনা পরিস্থিতি নিয়ে সতর্কও করা হয়েছে কেন্দ্রের তরফে৷ মোট পাঁচটি বিষয় কঠোর ভাবে মেনে চলার জন্য প্রত্যেক রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
সেগুলি হল দ্রুত ভ্যাকসিন প্রয়োগ, ব্যাপক হারে করোনা পরীক্ষার ব্যবস্থা করা, উপসর্গযুক্ত মানুষকে চিহ্নিত করে নিভৃতবাসের ব্যবস্থা করা, করোনা সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে লাগু করা এবং আক্রান্ত এলাকায় কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা৷ পাশাপাশি স্বাস্থ্য দফতরের তরফে সব সরকারি হাসপাতালকে সতর্ক করা হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসা পরিকাঠামো আরও মজবুত করা হচ্ছে। কোভিড বেডের সংখ্যা বাড়ানো এবং অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে বলা হয়েছে।