0
পত্রিকা প্রতিনিধি : এবার করোনা আক্রান্ত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার দুই পুলিশ কর্মী। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে পিংলা থানার এক এ এস আই ও এক পুলিশ কনস্টেবলের করোনা আক্রান্ত হয়। সুত্রে জানা গেছে আক্রান্ত এ এস আই ও পুলিশ কনস্টেবলের প্রথম থেকে কোন উপসর্গ দেখা দেয়নি। প্রাথমিকভাবে নিজেরাই গত রবিবার ডেবরা সুপার স্পেস্যালিটি হসপিটালে লালা রস পরীক্ষার জন্য যায়। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর থেকে রিপোর্ট আসে ওই দুই পুলিশকর্মীর করোনা পজেটিভ। খবর পাওয়ার পরই সতর্ক করে দেওয়া হয় থানার সমস্ত পুলিশকর্মীকে। ইতিমধ্যে পুরো থানা স্যানিটাইজ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে সমস্ত পুলিশকর্মীদের ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালে পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে।