পত্রিকা প্রতিনিধি :ধীরে ধীরে পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ছে জেলার সর্বোচ্চ তে পৌঁছে গেল বিভিন্ন জায়গায় লালা রস সংগ্রহ চলছে। আজ এক ব্যাক্তিবছর চল্লিশ বয়সের করোনা আক্রান্ত।ঐ ব্যক্তি কে ঘুরতে দেখে চাঞ্চল্য নন্দকুমার বাজারে। ওই ব্যক্তি কে দেখতে পেয়ে রাস্তাতে বসিয়ে রেখে মানুষ কে নিরাপদ দূরত্বে সরিয়ে এলাকা দড়ি দিয়ে ঘিরে রাখলো পুলিশ। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় নন্দকুমার হলদিয়া বাসস্ট্যান্ড এর একটি রাস্তা। গাড়ি গুলিকে অন্য রুট দিয়ে পাস করেনো হয়। পুলিশ সূত্রে জানা গেছে নন্দকুমার এর খঞ্চি এলাকার এক ব্যক্তি করোনা টেস্ট করায়। রিপোর্ট পজিটিভ আসায় ওই ব্যক্তি কে কেউ জানায় নন্দকুমার থানায় চলে যেতে। সেইমতো এই বেক্তি আজ থানায় আসার পথে খবর পেয়েই পুলিশ রাস্তা আটকায়। বর্তমানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে চন্ডিপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
0
previous post