পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরে চতুর্থ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। মৃত ব্যক্তি পরিযায়ী শ্রমিক। গত ২৬ মে মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছিলেন। নাম কল্যান বেরা (৩৮)। তিনি ঘাটাল পুরসভার ৮ নং ওয়ার্ডের চাউলির বাসিন্দা। গত ৪ জুন তার শরীরের অবস্থার অবনতি হলে ঘাটাল থানার পুলিশ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। এই সময়ে তার লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ৮ জুন সন্ধ্যা নাগাদ ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যায় প্রশাসনিক সূত্রে। যেহেতু ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাই তাঁর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি ।
গত ৬ মে স্বাস্থ্য দপ্তর এর রিপোর্ট অনুযায়ী দাসপুর ১ ও ২ ব্লকে মোট ১৪ জন বাসিন্দার শরীরে সংক্রমণ মিলেছে ।মঙ্গলবার দাসপুরের বাজার ও হাট আগামী ৭ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দাসপুর বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে।
2
previous post