পত্রিকা প্রতিনিধি : ফের করোনা আক্রান্ত জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মী।বেশ কয়েকদিন ধরেই পুলিশ অফিসার থেকে সিভিক ও পুলিশ কর্মীর লাগাতার করোনায় আক্রান্তের খবর ছিল বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়িতে।ফের বৃহস্পতিবার রাতের রিপোর্টে করোনা আক্রান্তের খোঁজ মেলে অপর এক পুলিশ কর্মীর।জোড়াগেড়িয়ার পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মীর ২৮ তারিখ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয় খন্ডরুই গ্রামীণ হাসপাতালে।বৃহস্পতিবার পজিটিভ আসে।
অপরদিকে বেলদায় আক্রান্ত এক সিপিআইএম নেতা।শারীরিক অসুস্থতার কারণে করোনা উপসর্গ নিয়ে বেলদা গ্রামীন হাসপাতালে নমুনা সংগ্রহ হলে রিপোর্ট পজিটিভ আসে।জানা গিয়েছে দাঁতের সমস্যার কারণে দিন কয়েক ধরে জ্বরে ভুগছিলেন।চলতি মাসের ২৮ তারিখ বেলদা গ্রামীন হাসপাতালে নমুনা সংগ্রহ হওয়ার পর ৩০ তারিখ পজিটিভ আসে।
অপরদিকে নারায়নগড় ব্লকে আক্রান্ত দুই ভিনরাজ্য ফেরত যুবক।নারায়নগড় ব্লকের কাশিপুর অঞ্চলের এক পুনে ফেরত যুবকের নমুনা সংগ্রহ হলে রিপোর্ট পজিটিভ আসে।দিন কয়েক আগে পুনে থেকে ফিরে রতনপুর প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন।
অন্যদিকে একই ব্লকের ১২ নং তুতরাঙা অঞ্চলের এক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে।যদিও ওই ব্যক্তি সেকেন্দ্রাবাদ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন।স্কুল কোয়ারেন্টাইনে থাকার পর রিপোর্ট হলে পজিটিভ আসে।
পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করোনা চিকিৎসার জন্য পাঠানোর তোড়জোড় শুরু করেছে।