পত্রিকা প্রতিনিধি:খড়্গপুরে করোনা-মৃত্যু ৪৮ ঘণ্টায় আরও ২ জনের। প্রথম করোণা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে খড়্গপুরের রেল হাসপাতালে । শুক্রবার সন্ধ্যা নাগাদ রেলশহরে পঞ্চম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। জানা যায়, রেলের ওই কর্মচারী খড়গপুর গ্রামীণ থানার মাদপুরের পপরআড়া গ্রামের বাসিন্দা। দিন কয়েক আগে ওই ব্যাক্তি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঠিক এর পরেরদিনই রেল কর্মচারীর লালারসের নমুনা সংগ্রহ করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। প্রথমদিন ফল অমীমাংসিত আসার পরে শুক্রবার ফের ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে ।হাসপাতাল সূত্রের খবর ওই ব্যক্তির করোনা রিপোর্ট আসার আগেই মৃত্যু হয় ।
অপরদিকে খড়্গপুরের মহকুমা হাসপাতালে মেল ওয়ার্ডের এক রোগীর কারোনা পজিটিভ পাওয়া গেছে গতকাল রাতেই তার রিপোর্ট পজিটিভ আসায় আতঙ্ক ছড়ালো ওয়ার্ডে রোগীদের থেকে শুরু করে চিকিৎসা কর্মী, স্বাস্থ্য কর্মী ও নার্সদের মধ্যে । খড়্গপুর মহকুমা হাসপাতালে মেল ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন খড়গপুর খরিদার রাজ গ্রামের বাসিন্দা এক ব্যক্তি (৩৩) । গতকাল রাত্রে তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে,এর পরেই গতকাল রাত্রে তাকে শালবনির করোনা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ।এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ । এই নিয়ে রেলশহরে গত ৪৮ ঘন্টায় ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
4