পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের রাতের (৫ আগস্ট ২০২০) রিপোর্ট অনুযায়ী শহরে ফের করোনায় আক্রান্ত ২ । প্রথম আক্রান্তকারী মেদিনীপুর শহরের মহাতাবপুরের বাসিন্দা (৩২)। ওই ব্যক্তি শহরের বটতলা চক এলাকার কাপড় ব্যবসায়ী। গত ৩ জুলাই (সোমবার) ওই ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হলে বুধবার (৫ জুলাই) রাতে স্বাস্থ্য দফতরের রিপোর্টে করোনা পজিটিভ আসে। পরিবার সূত্রের খবর যেহেতু ওই ব্যক্তি শহরে কাপড়ের ব্যবসা করতেন সেই জন্য দোকানে বিভিন্ন ক্রেতার সংস্পর্শে এসে আক্রান্ত হতে পারেন। তাছাড়া তিনি করোনার আবহের মধ্যে বাইরে কোথাও যান নি
দ্বিতীয় করোনা আক্রান্তকারীও শহরের মহাতাবপুরের বাসিন্দা (৩২) । জানা যায় ওই ব্যক্তি শহরের কোতোয়ালী থানার আওতায় সিভিক ভলেন্টিয়ারের কাজে নিযুক্ত। লকডাউনের সময়ে শহরের বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা হয়ে। কর্মরত অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান স্বাস্থ্য দফতরের।