পত্রিকা প্রতিনিধি : বিজেপি রাজ্য কমিটির এক মহিলা সদস্যার করোনা পজিটিভ আসায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল বেলদা এলাকায়।লাগাতার পজেটিভ হওয়ার ঘটনায় আতঙ্কে বেলদা বাসী।করোণা আক্রান্ত ওই বিজেপি নেত্রীর পরিবারের সকলের নমুনা সংগ্রহের পর আক্রান্তের মেয়ের শনিবার সন্ধ্যায় রিপোর্ট পজেটিভ আসে।বিজেপি নেত্রীর করোনা আক্রান্ত হওয়ার তিনদিন পর তার মেয়েরও রিপোর্ট ‘পজিটিভ’ এল শনিবার সন্ধ্যায়। বেলদার বাসিন্দা বিজেপির রাজ্য মহিলা মোর্চার সদস্যা গত ১৫ জুলাই পজিটিভ হন। তাকে শালবনী করোনা হাসপাতালে পাঠানো হয়। এলাকা সিল করে বাজার বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। পরের দিন তার সংস্পর্শে আসা ও পরিবারের অন্যান্যদের লালারসের নমুনা নেয়ে বেলদা গ্রামীণ হাসপাতাল। এদিন সন্ধ্যায় নেত্রীর এক আঠারো বছর বয়সী মেয়ের পজিটিভ এসেছে। যদিও পরিবারের আর বাকিদের রিপোর্ট নেগেটিভ।দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগে বেলদাবাসী।
0
previous post