Home » Coromandel Express Accident : করমন্ডলের কামরা ভেসে যাচ্ছে রক্তে! প্রাণ বাঁচিয়ে ফিরলেন চন্দ্রকোণার ৪ যুবক, মৃত্যু এক জনের

Coromandel Express Accident : করমন্ডলের কামরা ভেসে যাচ্ছে রক্তে! প্রাণ বাঁচিয়ে ফিরলেন চন্দ্রকোণার ৪ যুবক, মৃত্যু এক জনের

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার রাইলা গ্রামের একই পরিবারের চারজন যুবক দূর্ঘটনার কবলে পড়েন করমন্ডল এক্সপ্রেসে (Coromandel Express) থাকাকালীন। আহত অবস্থায় ওই চারজন যুবক শনিবার সকালে বাড়ি ফেরে।সকালে তাদের বাড়ি দেখা করতে যান চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া।আহত চার যুবকের চিকিৎসার জন্য উদ্যোগী হতে দেখা গেল বিধায়ককে। যুবকদের বাড়ি গিয়ে দেখা করার পর চোট পাওয়ার বিষয়টি জানতে পেরে তাদের চারজনকেই নিজের গাড়ি তুলে নিয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে নিজে নিয়ে যান বিধায়ক অরুপ ধাড়া।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Coromandel Express Accident
মৃত্যু যশবন্তপুর হাওড়া ট্রেনে থাকা বিজয় মন্ডলের। নিজস্ব চিত্র

পাশাপাশি চন্দ্রকোনা পৌরসভার ৭ নং ওয়ার্ড বোনা এলাকার বাসিন্দা বিজয় মন্ডল(৫৫) কটকে (Cuttack) ডাক্তার দেখাতে গিয়েছিলেন।গতকাল যশবন্তপুর-হাওড়া সুপার ফাস্টে ( Yesvantpur -Howrah Superfast) উঠেছিলেন বাড়ি ফেরার জন্য। ওড়িশার বাহানগা এলাকায় করমন্ডল এক্সপ্রেস ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়লে গতকাল(শুক্রবার) থেকে নিখোঁজ ছিলেন চন্দ্রকোনার বোনা গ্রামের বিজয় মন্ডল।যদিও সঙ্গে ছিলেন তাঁর এক আত্মীয়। আত্মীয়ের খোঁজ মিললেও খোঁজ পাওয়া যাচ্ছিল না বিজয় মন্ডলের।আজ সকালের পর বাড়িতে খোঁজ আসে বিজয় মন্ডল গতকাল দূর্ঘটনার পরই মারা যান।

চন্দ্রকোনার ৪ (শীতল দোলুই, সুমন বাগাল, কার্তিক দোলুই, নিতাই দোলুই) পরিযায়ী শ্রমিক।

তার মৃতদেহ বালেশ্বরের হাসপাতালে রয়েছে।পরিবারের তরফে পৌঁছানো হয় ঘটনাস্থলে সেখানে গিয়েই খোঁজ মেলে মৃত বিজয় মন্ডলের।মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।মৃত বিজয় মন্ডলের পরিবার বলতে স্ত্রী , একছেলে ও এক মেয়ে।ছেলে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।রুজিরোজগার বলতে চাষবাস।মৃত বিজয় মন্ডলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে আসেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া। অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রাইলা গ্রাম থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ৪ পরিযায়ী শ্রমিক রওনা দিয়েছিলেন কাজের জন্য।

তারপরে হঠাৎ কাল সন্ধে নাগাদ হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস ট্রেন। তাদের দাবি তারা যে ট্রেনের কামরাটিতে ছিল সেটি উল্টে পড়ে। তাই তারা ছিটকে পড়ে কয়েকজন।আহত হয়ে এলাকার মানুষের সহযোগিতায় বাড়ি ফিরলেও চোখে মুখে আতঙ্কের ছায়া।একই পরিবারের ৪ সদস্য ছিল S5 ট্রেনের কামরায়। চোখের সামনে দেখা ভয়াবহ ঘটনার ছাপ চোখে মুখে স্পষ্ট চন্দ্রকোনার রাইলা গ্রামের এই চার যুবকের।সকালে এই চার যুবকের সাথে বাড়িতে গিয়ে দেখা করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া।কথা বলেন চারজনের সাথে,পাশাপাশি পরিবারের লোকজনের সাথেও কথা বলে অভয় দেন তাদের এবং পাশে থাকার বার্তা দেন।

বিধায়কের সাথে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে করমন্ডল এক্সপ্রেস দূর্ঘটনায় আহত অবস্থায় চন্দ্রকোনার রাইলায় বাড়ি ফেরা চারজন পরিযায়ী শ্রমিককে দেখতে যান ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।চারজনকেই ভর্তি করা হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে।এবিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানান,ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চন্দ্রকোনার ৪ জন সমেত মোট ৬ জন ভর্তি রয়েছে।এছাড়াও মেদিনীপুর কয়েকজন ভর্তি রয়েছে,একজন মারা গেছে চন্দ্রকোনায়।ঘাটাল মহকুমায় মোট ১০ জন আহতের খবর মিলেছে বলে জানান মহকুমাশাসক।আমরা ঘটনার উপর নজর রেখেছি,আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Coromandel Express Accident

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.