বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মেদিনীপুর পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তী। ভাইস চেয়ারম্যান সঞ্জিত সরকার। দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের নির্দেশিকা মেনেই ওই দুজনকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সোমবার ব্যাঙ্কের সভাকক্ষে ডিরেক্টরদের এক সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তারা। এর আগে ওই ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন সুকুমার পড়্যা। উল্লেখ্য, পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন ঘিরে নানা বিতর্ক ছিল। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত নানা ঘটনাও ঘটেছিল। বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। মনোনয়ন জমা দেওয়া দূরের কথা, ফর্ম তুলতে দেওয়া হয়নি বলে অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সিপিএম সমর্থিত প্রার্থীরা। তাতেও তারা ভোট বয়কট করছেন বলে জানিয়েছিলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : ব্যাগ কুড়িয়ে দুই যুবক জমা দিয়েছিলেন থানায়, ফেরত পেলেন মহিলা

২০১৩ সালের পর আর নির্বাচন হয়নি কো-অপারেটিভ ব্যাঙ্কে। বোর্ডের মেয়াদ শেষ হলে প্রশাসক বসিয়ে চলছিল কাজকর্ম। ২০২৫ এ আবার নির্বাচন হয়। সেখানে সবকটি আসনেই জয় লাভ করে তৃণমূল। তবে ডিরেক্টর নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের দুই শিবিরের মধ্যেও টানাপোড়ন অব্যাহত ছিল।

সমবায় আন্দোলনের রাজ্য নেতা আশিস চক্রবর্তী বলেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সমবায় আন্দোলনের জাতীয়তাবাদী মানুষরা জয়লাভ করছে। মেদিনীপুর পিপলস্ ব্যাঙ্কও তার প্রমাণ রাখল। ১৫ জনের বোর্ড অফ ডিরেক্টর তৈরি করা হয়েছে। তাতে দুজন মহিলা রয়েছেন। জেলা ও রাজ্য নেতৃত্বের সাথে আলোচনা করে আশিস চক্রবর্তী (নান্টি)-কে চেয়ারম্যান ও সঞ্জিত সরকারকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।” শেয়ার হোল্ডার বাড়ানো সহ একাধিক পরিষেবায় গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান আশিস চক্রবর্তী।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Cooperative bank
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper