পত্রিকা প্রতিনিধি :ফের এক নতুন কনটেনমেন্ট জোন ঘোষণা করা হল পশ্চিম মেদিনীপুর জেলাতে। রবিবার সকাল থেকে নতুন কনটেনমেন্ট জোন করা হল খড়গপুর শহরের ৫ নং ওয়ার্ডের আজাদ ক্লাব সংলগ্ন এলাকাতে।শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বছর ৪৫ এর এক ব্যক্তি গত বুধবার থেকে মেদিনীপুর শহরের করোনা লেভেল ২ গ্লোকাল হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার রাতেই তার মৃত্যু হয় ।মৃত্যুর পর তার লালারসের নমুনা সংগ্রহ মেদিনীপুর মেডিকেল কলেজে পরীক্ষা করা হয় ।শনিবার তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।ওই ব্যক্তি খড়গপুর এর বাসিন্দা ।এর ফলে রবিবার সকালে গোটা এলাকাকে সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। তবে কেনো এই কনটেনমেন্ট জোন, সে বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার গিরিশচন্দ্র বেরা এ বিষয় নিয়ে মুখ খুলতে চাননি ।সুত্রের খবর, শুক্রবার রাতে ও
0
ই এলাকার এক ব্যাক্তির মৃত্যু হয়। আর তার পরেই এই পদক্ষেপ পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের ।