বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শনিবার দুপুরে দুর্ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুরের বসন্তপুর এলাকাতে। দুটি লেন বিশিষ্ট ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টো লেনের কন্টেনার প্রচন্ড গতিতে এলো পাশের লেনে। লরির সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক জনের ৷ আশঙ্কাজনক আরও ৩ জন ৷ তাদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক ৷ খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ দীর্ঘ চেষ্টা করে পরিস্থিতি সামাল দেয়। দুমড়ে যাওয়া দুই গাড়ির সামনের অংশ কেটে সেখান থেকে বের করা হয়েছে ভেতরে থাকা লোকেদের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : হাতির তাণ্ডব ধানের জমিতে!মেদিনীপুরে ঝাড়গ্রাম রাস্তা অবরোধ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতার দিক থেকে একটি কন্টেনার প্রচন্ড গতিতে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে খড়্গপুরের দিকে যাচ্ছিল ৷ ওই সময় পাশের লেন ধরে খড়্গপুরের দিক থেকে একটি ১২ চাকার লরি মাল বোঝাই অবস্থায় কলকাতা অভিমুখে যাচ্ছিল ৷ বসন্তপুর সংলগ্ন এলাকাতে হঠাৎ কন্টেনারের সামনের ডানদিকের একটি চাকা ব্লাস্ট করে ৷ তাতেই মুহুর্তে গতিতে থাকা কন্টেনার নিয়ন্ত্রন হারায় ৷ নিয়ন্ত্রন হারিয়ে কন্টেনারটি মাঝের ডিভাইডার টপকে উল্টো দিকে লেনে চলে আসে ৷ ওই সময় উল্টো দিক থেকে একটি লরিও প্রচন্ড গতিতে যাচ্ছিল লরির সাথে ধাক্কা লাগে।

কন্টেনার ও লরির মুখ দুমড়ে অনেকটা ভেতরে ঢুকে পাল্টি খেয়ে যায় জাতীয় সড়কের ওপরেই ৷ দুটি গাড়িতে থাকা চালক ও খালাসি চারজনই ভেতরে আটকে যায় ৷ দ্রুত সেখানে স্থানীয়রা সহ জাতীয় সড়ক কতৃপক্ষ ও পুলিশ পৌঁছে উদ্ধার শুরু করে ৷ অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়কের একটি অংশ। কোনো ভাবে ইঞ্জিনের অংশ কেটে ভেতরে থাকা লোকজনকে বের করতে সক্ষম হয়েছে। তাদের উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে কন্টেনারের চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Container crash
Biplabi Sabyasachi Largest Bengali Newspape