Home » (jhargram news)ঝাড়গ্রামে ভাঙল কংসাবতী ক্যানেলের কংক্রিটের গার্ডওয়াল, প্লাবিত একাধিক গ্রাম

(jhargram news)ঝাড়গ্রামে ভাঙল কংসাবতী ক্যানেলের কংক্রিটের গার্ডওয়াল, প্লাবিত একাধিক গ্রাম

by Biplabi Sabyasachi
0 comments

jhargram news

পত্রিকা প্রতিনিধি :ঝাড়গ্রামে কংসাবতী ক্যানেলের কংক্রিটের গার্ডওয়াল ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঝাড়গ্রামের বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের ঝাড়াগেড়িয়া গ্রাম ও সন্নিহিত এলাকায় ঢুকেছে কংসাবতী নদীর জল।ঝাড়গ্রামের বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের ঝাড়গেড়িয়ায় কংসাবতী নদীর কংক্রিটের সেচ ক্যানেলের নিচ দিয়ে দক্ষিণ-পূর্ব রেলের ঝাড়গ্রাম-টাটানগর রেল লাইন গেছে। তৃতীয় রেল লাইনের কাজ চলার জন্য এই ফ্লাইওভার ক্যানেলের গার্ডওয়ালের মেরামতির কাজ কিছু দিন আগেই শেষ হয়েছে।এরই মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় একদিকে নিম্নচাপের বৃষ্টি আবার কংসাবতী ক্যানেলে জল ছাড়ার ফলে নতুন এই গার্ডওয়ালের একটা অংশ ভেঙে পড়ে। প্রচন্ড বেগে জলের স্রোত ক্যানেলের ওই ভাঙা অংশ দিয়ে পড়ে ঝাড়াগেড়িয়া গ্রাম, পার্শ্ববর্তী এলাকার সদ্য রোয়া ধানের জমি,এমনকি বামদা থেকে জমিদারডাঙ্গা যাওয়ার পিচ রাস্তাকে ভাসিয়ে দিয়েছে। গ্রামবাসীদের মধ্যে পরিতোষ মাহাতো,উদয় মান্ডি,জুনা মান্ডিরা জানান, কংসাবতী নদীর জল রেলের ক্যানেল ভেঙে যাওয়ায় গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে।ঝাড়াগেড়িয়া গ্রামের বাসিন্দা জুনা মান্ডি,উদয় মান্ডিদের মাটির ঘর হয়তো ভেঙে পড়বে। তাঁরা জানান,ঘর ছেড়ে এখন পাশের উঁচু পিচ রাস্তায় আশ্রয় নিয়েছেন।এদিকে বিঘের পর বিঘে সদ্য রোয়া ধানের জমি এই জলের তলায়।চিন্তায় গ্রামবাসীরা।- jhargram news

আরও দেখুন(see more)

google search

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.