Tribal society
আরও পড়ুন ঃ–ঝাড়গ্রামের জামবনীতে ফের বাজ পড়ে মৃত্য হল দুই ব্যক্তির, গুরুতর আহত ১
পত্রিকা প্রতিনিধি : রাজ্য সরকার (State Government) আদিবাসীদের সাংস্কৃতিক চর্চার উন্নতিতে ধামসা, মাদল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র প্রদান করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, আদিবাসী অধ্যুষিত এলাকায় একটি করে স্থায়ী কমিউনিটি হল তৈরী করা হোক।
সেইমতো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বিভিন্ন গ্রামে চারটি কমিউনিটি হল তৈরি হলো। তার মধ্যে তিনটি সম্পূর্ণ হলেও একটির কাজ বাকি আছে।পাশাপাশি আদিবাসীদের দেবস্থান (জাহের থান) পাট্টা দেওয়া হয়েছে। রয়েছে জলের ব্যবস্থাও। জানা গিয়েছে, প্রতিটি কমিউনিটি হল (Community hall)তৈরি, জলের ব্যবস্থা, জাহের থান সংস্কার নিয়ে খরচ পঁচিশ লক্ষ টাকা।
অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে এই কমিউনিটি হল গুলি তৈরি হচ্ছে। মূলত আদিবাসী সমাজের মানুষদের সাংস্কৃতিক চর্চার জন্য তৈরি হয়েছে। শালবনী (Salboni) ব্লকের আসমানচকও একটি তৈরি হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘ভঞ্জ মুলুক’ (Bhanja Muluk)। কাশীজোড়া(Kashijora) ও মহাশোলেও (Mahasole) তৈরি হয়েছে কমিউনিটি হল। সম্পূর্ণ হওয়া কমিউনিটি হল গুলি তুলে দেওয়া হয় আদিবাসী সমাজের হাতে।
জেলা পরিষদের বন ও ভূমি কমার্ধক্ষ্য নেপাল সিংহ (Nepal Singh) জানান, “এই কমিউনিটি হলে আগামীদিনে আদিবাসী সমাজের বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। আদিবাসীদের মধ্যে সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানোই লক্ষ্য।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Tribal society
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore