পত্রিকা প্রতিনিধিঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে পশ্চিমবঙ্গ। আর এই পরিস্থিতিতে তার প্রভাব থেকে বাদ পড়েনি বঙ্গের জেলাগুলিও। করোনার নিশানা এবার মেদিনীপুরের ব্যাঙ্কে।
রাজ্যে ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছে একাধিক ব্যাঙ্কের কর্মীরা। আর এবার করোনায় আক্রান্ত হলেন ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার। সংক্রমণ আশঙ্কায় ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পিংলা শাখা। সূত্রের খবর, ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজারের লালারস পরীক্ষায় গতকাল করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার জেরে সংক্রমণ আশঙ্কায়অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পিংলা শাখা। তাছাড়া এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পিংলা শাখা বন্ধ হওয়া পরিষেবাও ব্যাহত হয়ে পড়েছে।
তবে ওই ব্যাঙ্কের বাকি কর্মীদেরও কোভিড পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পাশাপাশি ওই ব্রাঞ্চ ম্যানেজারের সংস্পর্সে কারা কারা এসেছিলেন খতিয়ে দেখা হচ্ছে। আর এই ঘটনার ঘটনার জেরে নাজেহাল গ্ৰাহকেরা। তবে ওই ব্যাঙ্কের শাখা স্যানিটাইজেশন করার পরে ব্যাঙ্কের কাজ ধীরে ধীরে চালু করা হবে বলে জানা যাচ্ছে।