পত্রিকা প্রতিনিধি : করোনা আতঙ্কের জেরে ছুটি ঘোষণা করা হলো পৌরসভা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক যুবকের শরীরে কোন উপসর্গ ধরা পড়তেই শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হলো চন্দ্রকোনা পৌরসভার সমস্ত কাজকর্ম। পৌরসভার মূল গেটে ঝুলিয়ে দেওয়া হলো।এমনই নির্দেশিকা জারি করল চন্দ্রকোনা পৌর কর্তৃপক্ষ। জানাযায় বৃহস্পতিবার চন্দ্রকোনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুনহাট এলাকায় এক যুবকের শরীরে করোনা উপসর্গ ধরা পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চন্দ্রকোনা শহরজুড়ে। আর ওই যুবকের মা চন্দ্রকোনা পৌরসভার স্বাস্থ্য দপ্তরের এক কর্মী বলে জানাযায়। এ বিষয়ে চন্দ্রকোনা পৌরসভার পৌর প্রশাসক অরূপ ধাড়া বলেন” করোনা আতঙ্কে দুই দিনের জন্য পৌরসভার সমস্ত কাজকর্ম বন্ধ রাখা হয়েছে, গোটা পরিস্থিতির উপর পৌর কর্তৃপক্ষ নজর রাখছে।
0
previous post